পটুয়াখালীতে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র্যালি
পটুয়াখালীতে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পটুয়াখালী পিডিএস ময়দানে বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী রঙ্গিন ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা, ও অঙ্গসংগঠনের গেঞ্জি ও ক্যাপ পরে জমায়েত হতে থাকেন।
সকাল ১১টায় জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া র্যালির উদ্বোধন করেন। এরপর জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির নেতৃত্বে র্যালিটি পিডিএস ময়দান থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বনানী মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। এছাড়া বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র মোশতাক আহমেদ পিনু, সদর থানা বিএনপির সভাপতি কাজী মাহবুব আলম, ও পৌর বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন।
সরকার পতনের পর পটুয়াখালীতে দীর্ঘদিন পর বিএনপির এই বিশাল র্যালিকে কেন্দ্র করে পুরো শহর জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিশেষ আকর্ষণ ছিল বেগম খালেদা জিয়ার সাজে সজ্জিত একাধিক ভ্যান ও শেখ হাসিনার প্রতীকী খাঁচাবন্দী দৃশ্য, যা সবার দৃষ্টি আকর্ষণ করে।