জমি দখলের অভিযোগে গলাচিপায় সনাতনীদের সংবাদ সম্মেলন
পটুয়াখালীর গলাচিপায় সনাতন ধর্মাবলম্বীদের জমি দখল এবং এর প্রতিকারে প্রশাসনের সহায়তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।
রোববার (৮ ডিসেম্বর) পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সত্যরঞ্জন পাটনী।
তিনি জানান, গলাচিপা সহকারী জজ আদালতে ১২২৮/২০২১ নম্বর মামলায় ৫.৮৪২ শতাংশ জমির বণ্টন নিয়ে রায় পাওয়া যায়। রায়ের বিরুদ্ধে কিছু প্রভাবশালী ব্যক্তি আপিল করলে আপিল আদালতও তাদের পক্ষে রায় দেয়।
ফাইনাল ডিক্রি পেয়ে ৬/২০২৪ নম্বর দেওয়ানী ডিক্রি জারি করা হয়। আদালতের নির্দেশে এ্যাডভোকেট কমিশনার জমি মাপজোক করে ঢোলসহ নিশান ও স্থায়ী পিলার স্থাপন করেন। এরপর তারা জমি চাষ করেন এবং ধান ফলান।
সম্প্রতি ওই প্রভাবশালী মহল পৈত্রিক ভিটা ও জমি দখল করে ধান কেটে নেয়। প্রতিবাদ করতে গেলে অশ্লীল ভাষা ব্যবহার, মারধর এবং হত্যার হুমকি দেয়। এমনকি ভুক্তভোগীরা ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে থাকতে বাধ্য হচ্ছেন।
নিজেদের জীবন ও সম্পদ রক্ষায় ভুক্তভোগীরা সরকারের কাছে সহায়তা চেয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পারুল রানী মাঝি, সুখু রানী মাঝি, স্মৃতি রানী মাঝি, সত্য মাঝি এবং তাদের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ বাদশা আলম।