জমি দখলের অভিযোগে গলাচিপায় সনাতনীদের সংবাদ সম্মেলন

পটুয়াখালীর গলাচিপায় সনাতন ধর্মাবলম্বীদের জমি দখল এবং এর প্রতিকারে প্রশাসনের সহায়তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।

রোববার (৮ ডিসেম্বর) পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সত্যরঞ্জন পাটনী।

তিনি জানান, গলাচিপা সহকারী জজ আদালতে ১২২৮/২০২১ নম্বর মামলায় ৫.৮৪২ শতাংশ জমির বণ্টন নিয়ে রায় পাওয়া যায়। রায়ের বিরুদ্ধে কিছু প্রভাবশালী ব্যক্তি আপিল করলে আপিল আদালতও তাদের পক্ষে রায় দেয়।

ফাইনাল ডিক্রি পেয়ে ৬/২০২৪ নম্বর দেওয়ানী ডিক্রি জারি করা হয়। আদালতের নির্দেশে এ্যাডভোকেট কমিশনার জমি মাপজোক করে ঢোলসহ নিশান ও স্থায়ী পিলার স্থাপন করেন। এরপর তারা জমি চাষ করেন এবং ধান ফলান।

সম্প্রতি ওই প্রভাবশালী মহল পৈত্রিক ভিটা ও জমি দখল করে ধান কেটে নেয়। প্রতিবাদ করতে গেলে অশ্লীল ভাষা ব্যবহার, মারধর এবং হত্যার হুমকি দেয়। এমনকি ভুক্তভোগীরা ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে থাকতে বাধ্য হচ্ছেন।

নিজেদের জীবন ও সম্পদ রক্ষায় ভুক্তভোগীরা সরকারের কাছে সহায়তা চেয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পারুল রানী মাঝি, সুখু রানী মাঝি, স্মৃতি রানী মাঝি, সত্য মাঝি এবং তাদের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ বাদশা আলম।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরকে বৃহস্পতিবার (২১ নভেম্বর) তার নির্বাচনি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে শিগগিরই ঝালকাঠি আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।

এর আগে, বুধবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে রাজাপুর উপজেলা সদরের গোডাউনঘাট এলাকায় ‘মেহজাবিন’ নামে শাহজাহান ওমরের নিজবাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, তিনি বাদী হয়ে মামলা করতে গেলে থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাত ৮টার দিকে ৭-৮ জন যুবক বাড়ির বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে পূর্ব পাশের ভবনের সামনের দুটি ও উত্তর পাশের একটি জানালার কাচ ভেঙে যায়।

শাহজাহান ওমরের রাজনৈতিক জীবন প্রসঙ্গে জানা যায়, তিনি প্রায় ৪০ বছর ধরে বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন। তবে দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েক দিন আগে দল ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন। ওই নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম