অভিনেতা ওমর সানীর বাসায় চুরির ঘটনা
ঢাকাই চলচ্চিত্রের ত্রনায়ক ওমর সানীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। চোরের দল নগদ ২২ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন নিয়ে পালিয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিনেতা।
জানা গেছে, সোমবার (২ ডিসেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে মর্নিং ওয়াকে বের হন ওমর সানী। প্রায় ৪০ মিনিট পর, সকাল ৯টা ২০ মিনিটে বাসায় ফিরে দেখেন তার ব্যবহৃত স্যামসাং এস টুয়েন্টি আল্ট্রা এবং অপ্পো ব্র্যান্ডের একটি ফোন ড্রয়িং রুম থেকে উধাও। একই সঙ্গে ড্রয়ারে রাখা নগদ ২২ হাজার টাকাও খুঁজে পাননি তিনি।
এছাড়া তার ব্যক্তিগত সহকারী আরিফের ইনফিনিক্স ব্র্যান্ডের একটি মোবাইল ফোনও চুরি গেছে। ঘটনাটি বুঝতে পেরে সেদিনই ঢাকার ভাটারা থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
অভিনেতা জানান, “চুরির সময় আমি হাঁটতে বাইরে ছিলাম। ধারণা করছি, এই সুযোগে চোরেরা ঘরে প্রবেশ করে। মোবাইল ফোনগুলোর আইএমইআই নম্বরসহ সব তথ্য পুলিশের কাছে দিয়েছি। আশা করছি, খুব দ্রুত চোরদের শনাক্ত করা সম্ভব হবে।”
পুলিশ তদন্ত শুরু করেছে এবং দ্রুত অভিযুক্তদের খুঁজে বের করার আশ্বাস দিয়েছে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম