পটুয়াখালীতে ভুয়া নৌবাহিনী সদস্যের চাঁদাবাজি, আটক ২
পটুয়াখালীতে ভুয়া নৌবাহিনী সদস্য পরিচয় দিয়ে চাঁদাবাজি করার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার সকালে পটুয়াখালী সদর উপজেলার শিয়ালি বাজারের তেলের পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, জাহাঙ্গীর হোসেন (২৮) এবং তার সহযোগী মো. সেলিম সরদার (২৫)।
জানা গেছে, রোববার সকালে জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যক্তি নিজেকে নৌবাহিনীর সদস্য পরিচয় দিয়ে শিয়ালি বাজার তেলের পাম্প এলাকায় বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা তুলছিলেন। স্থানীয়দের সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জাহাঙ্গীর হোসেনকে আটক করে। এ সময় তার সহযোগী মো. সেলিম সরদারকেও আটক করা হয়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আটককৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি এবং ভুয়া পরিচয় দেওয়ার অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে।
স্থানীয়রা এ ধরনের প্রতারণার বিরুদ্ধে পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম