পটুয়াখালীতে ভুয়া নৌবাহিনী সদস্যের চাঁদাবাজি, আটক ২

পটুয়াখালীতে ভুয়া নৌবাহিনী সদস্য পরিচয় দিয়ে চাঁদাবাজি করার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার সকালে পটুয়াখালী সদর উপজেলার শিয়ালি বাজারের তেলের পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, জাহাঙ্গীর হোসেন (২৮) এবং তার সহযোগী মো. সেলিম সরদার (২৫)।

জানা গেছে, রোববার সকালে জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যক্তি নিজেকে নৌবাহিনীর সদস্য পরিচয় দিয়ে শিয়ালি বাজার তেলের পাম্প এলাকায় বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা তুলছিলেন। স্থানীয়দের সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জাহাঙ্গীর হোসেনকে আটক করে। এ সময় তার সহযোগী মো. সেলিম সরদারকেও আটক করা হয়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আটককৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি এবং ভুয়া পরিচয় দেওয়ার অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে।

স্থানীয়রা এ ধরনের প্রতারণার বিরুদ্ধে পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




গলাচিপায় মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি-সম্পাদক নির্বাচিত

পটুয়াখালীর গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হিসেবে সুহরি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাজা মিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মাসুম বিল্লাহ নির্বাচিত হয়েছেন।

রবিবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি গলাচিপা উপজেলা শাখার আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষক সমিতি পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক এম এ মতিন, সদস্য সচিব মনজুরুল আহমেদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন খান এবং সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান (শাহীন)।

অনুষ্ঠানে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুনতাসীর মামুন।

সভাপতি মো. রাজা মিয়া বলেন, “শিক্ষকদের স্বার্থ সংরক্ষণ এবং শিক্ষার মানোন্নয়নে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ বলেন, “আমরা শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করব এবং শিক্ষাক্ষেত্রে উন্নয়ন ঘটানোর জন্য একযোগে প্রচেষ্টা চালাব।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন একাডেমির পরিচালনা বোর্ডে পবিপ্রবির উপাচার্য ড. কাজী রফিকুল ইসলাম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামকে বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির (বাপার্ড) পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিষ্ঠান শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব মো. আনিচুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২০১২ সালের বাপার্ড আইনের (৭)১ এর (ধ) ধারার ক্ষমতাবলে এবং রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তিন বছরের জন্য এ নিয়োগ প্রদান করা হয়েছে।

ড. কাজী রফিকুল ইসলামকে এ সম্মানজনক পদে মনোনয়নের জন্য পবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা শুভেচ্ছা জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মো. আবদুল লতিফ, রেজিস্ট্রার প্রফেসর ড. মামুন অর রশিদসহ বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগীয় চেয়ারম্যানরা তাকে অভিনন্দন জানান।

তারা বলেন, “এই মনোনয়ন উপাচার্যের পেশাগত দক্ষতা ও সমাজ উন্নয়নে তার অবদানের স্বীকৃতি। এটি পবিপ্রবির জন্যও গর্বের বিষয়।”

ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “বাপার্ডের পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। এ দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “গ্রামীণ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে কাজ করে দেশের কল্যাণে অবদান রাখতে চাই। এ পদ আমাকে আরও অনুপ্রাণিত করবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বাউফলের কালাইয়া কলেজে হামলায় রিশাদ গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলের কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজে বিজয় দিবসের অনুষ্ঠানে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করার ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ রিশাদকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আহত শিক্ষার্থীরা হলেন দ্বাদশ শ্রেণির সাব্বির হোসেন (১৭) ও জহিরুল ইসলাম (১৭)।

ঘটনার সূত্রপাত হয় কলেজের এক ছাত্রীকে ইভটিজিংকে কেন্দ্র করে। গত রোববার কলেজ প্রাঙ্গণে বহিরাগত কিশোর গ্যাং সদস্য আলভি, তাবজিল, হানিফ ও রিশাদ মিলে ওই ছাত্রীকে হয়রানি করে। বিষয়টি জানাজানি হলে তার সহপাঠীরা অভিযুক্তদের কলেজ থেকে বের করে দেয়। এর জের ধরে সোমবার বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে ১০-১৫ জন বহিরাগত কলেজে প্রবেশ করে সাব্বির ও জহিরুলকে ছুরিকাঘাত করে।

ঘটনার পর ভুক্তভোগী এক শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে রিশাদকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের আগে তাকে থানায় নিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই ঘটনার মূল পরিকল্পনাকারী একটি কিশোর গ্যাং। ‘কমরেড’ নামের এই গ্যাংটি দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করছে। তাদের বিরুদ্ধে আগেও শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। তবে স্থানীয় এক প্রভাবশালী যুবলীগ নেতার কারণে ভুক্তভোগী পরিবারগুলো মামলা করতে সাহস পায় না।

থানার ওসি মো. কামাল হোসেন জানান, রিশাদকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



পবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ সভা আয়োজন করা হয়।

বিজয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান এবং ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ।

সভাটি পরিচালনা করেন ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলাম টিটো। স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর মোঃ জামাল হোসেন। এছাড়া আলোচনায় অংশ নেন প্রফেসর ড. মোঃ মামুনুর রশীদ, প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমান, প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, প্রফেসর মোঃ সুজাহাঙ্গীর কবির সরকার, প্রফেসর মোঃ আবুল বাশার খান, প্রফেসর ড. শেখ আব্দুল্লাহ আল মামুন এবং প্রফেসর ড. মোঃ মাসুদুর রহমান।

কর্মকর্তাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারী রেজিস্ট্রার মোঃ রিয়াজ কাঞ্চন শহীদ এবং মোঃ মাহবুবুর রহমান। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন তানভীর আহমেদ, সোহেল রানা, ফিয়াদুল হাসান এবং বায়জিদ আহমেদ।

সভায় প্রধান অতিথি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্ব, কৌশলগত পরিকল্পনা ও অসামান্য অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাঁর পরিকল্পনা ও নেতৃত্ব মুক্তিবাহিনীকে সাহস জুগিয়েছে এবং মুক্তিযুদ্ধের প্রতিটি বিজয়ে তাঁর ভূমিকা অনন্য।”

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



পবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান। একই সঙ্গে কালো পতাকা উত্তোলন করেন ট্রেজারার অধ্যাপক মো. আবদুল লতিফ।

পতাকা উত্তোলন শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপ-উপাচার্য ও ট্রেজারার পুষ্পস্তবক অর্পণের পর এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভাটি সঞ্চালনা করেন ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটো। সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান ও ট্রেজারার অধ্যাপক মো. আবদুল লতিফ বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। যোহরের নামাজের পর কেন্দ্রীয় মসজিদে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বাউফলে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

পটুয়াখালী জেলার বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এনএম জাহাঙ্গির হোসেনকে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে দাশপাড়া ইউনিয়নের ল্যাড়া মুন্সীর ব্রিজের কাছে চেয়ারম্যানের অফিসে হামলার ঘটনা ঘটে। প্রায় ৪০-৫০ জন লোক অফিসে ভাঙচুর চালিয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করে। ঘটনার সময় চেয়ারম্যান এনএম জাহাঙ্গির হোসেন তার বাসভবনে অবস্থান করছিলেন। তিনি পুলিশকে সহায়তা চাইলে, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও হামলাকারীদের গ্রেপ্তার না করে উল্টো চেয়ারম্যান জাহাঙ্গির হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

চেয়ারম্যানের স্ত্রী অভিযোগ করেছেন, হামলাকারীরা প্রথমে অফিসের সিসি ক্যামেরা ভেঙে ফেলে। তারা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ৪৫ বস্তা চাল এবং জরুরি কাগজপত্র নিয়ে যায়। এরপর অফিসের আসবাবপত্র বাইরে এনে পুড়িয়ে ফেলে। এ সময় একটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়।

তিনি আরও জানান, সেনাবাহিনীর সদস্যসহ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলে যায়। পরবর্তীতে হামলাকারীরা ফের এসে তাণ্ডব চালায়।

বাউফল থানার এসআই হাফিজুর রহমান জানিয়েছেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খলিলুর রহমানের দায়ের করা মামলায় চেয়ারম্যান জাহাঙ্গির হোসেনকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

অন্যদিকে, বুধবার দিবাগত রাত দেড়টায় বাউফল উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তোয়েল মোল্লাকেও (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তাকেও একই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের একটি কক্ষ থেকে সোহান প্রামাণিক নামে এক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের চর নিশানবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

সোহান প্রামাণিক পাবনা জেলার সদর থানার হেমায়েতপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা মধু প্রামাণিকের ছেলে। তিনি ওই তাপবিদ্যুৎকেন্দ্রে ম্যানপাওয়ার গাজী এন্টারপ্রাইজের অধীনে সহকারী ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শারীরিক অসুস্থতার কারণে গত দুই দিন ধরে কাজে যোগ দেননি সোহান। তিনি রুমেই অবস্থান করছিলেন। বুধবার সন্ধ্যায় সহকর্মীরা তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা খুলে দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন সোহান।

সোহানের খালাতো ভাই অন্তর জানান, ১৫ দিন আগে তিনি সোহানকে এই বিদ্যুৎকেন্দ্রে কাজের ব্যবস্থা করে দেন। তবে পারিবারিক ও ব্যক্তিগত বিষয়ের কারণে সোহান কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। গত দুই দিন ধরে স্ত্রীর সঙ্গে ফোনে দীর্ঘসময় কথা বলার পর সোহান বাড়ি ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, “মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তাপবিদ্যুৎকেন্দ্রের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে এবং পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র দেশের অন্যতম বড় প্রকল্পগুলোর একটি, যা স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে সাম্প্রতিক এই দুর্ঘটনা কেন্দ্রের কর্মপরিবেশ ও মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলেছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




রাঙ্গাবালীতে আমনের বাম্পার ফলন: কৃষকদের মুখে হাসি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় আমন ধানের বাম্পার ফলনে কৃষকদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। উপজেলার ছয়টি ইউনিয়নের মাঠজুড়ে দুলছে সোনালি ফসলের শীষ। ধান পাকতে শুরু করায় কৃষকরা এখন ধান কাটার উৎসবে মেতে উঠেছেন। কাটা-মাড়াই শেষে খরচ মিটিয়ে ধারদেনা পরিশোধ করতে পারবেন বলে আশাবাদী তারা।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরে রাঙ্গাবালীতে ২৮,৪৬০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকার পাশাপাশি সঠিক পরিচর্যার কারণে প্রত্যাশিত ফলন পেয়েছেন কৃষকরা।

উপজেলার বিভিন্ন মাঠে ঘুরে দেখা যায়, ধানের শীষে ভরে উঠেছে জমি। অনেক জমিতে ধান কাটা শুরু হলেও কিছু নিচু জমির ধান কাটতে আরও কয়েকদিন সময় লাগবে। কৃষকদের মতে, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে এবং ধান পাকতেও বেশি সময় লাগেনি।

কৃষকরা জানান, সব খরচ বাদ দিয়ে এবার তারা লাভবান হবেন বলে আশা করছেন। তবে স্থানীয় কৃষি অধিদপ্তরের সহযোগিতা নিয়ে তাদের কিছু ক্ষোভ রয়েছে। তাদের দাবি, চাষাবাদে সহযোগিতার জন্য কৃষি অফিস থেকে তেমন সহায়তা পাননি।

রাঙ্গাবালী উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, “এ বছর আমনের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে ধান ঘরে তুলতে পারবে। প্রতি হেক্টরে গড়ে ৫ মেট্রিক টন ফলন হবে বলে আশা করা হচ্ছে।”

কৃষকদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা ধানের বীজ ও সার বিতরণ করেছি এবং মাঠ পর্যায়ে পরামর্শ দিয়েছি। তবে একটি মাত্র অফিসের কারণে সবার কাছে পৌঁছানো সম্ভব হয়নি। যদি কেউ বাদ পড়ে থাকে, তারা যোগাযোগ করলে আমরা অবশ্যই তাদের সহায়তা করব।”

ধান কাটার উৎসবে মেতে উঠেছেন কৃষকরা। তাদের দুঃখ-কষ্ট ও অভিযোগকে ছাপিয়ে গেছে মাঠভর্তি পাকা ধানের দৃশ্য। এখন চলছে ধান কেটে বাড়ির আঙিনায় আনার কাজ।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বাউফলের পশ্চিম কাছিপাড়া-গোপালিয়া সেতু মরণফাঁদে পরিণত

পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পশ্চিম কাছিপাড়া-গোপালিয়া বাজার সংলগ্ন সেতুটি দীর্ঘদিন ধরে চরম বেহাল অবস্থায় রয়েছে। সংস্কারের অভাবে এটি এখন স্থানীয়দের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। ঝুঁকিপূর্ণ সেতুটি দিয়ে প্রতিদিন দেড় হাজারেরও বেশি মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে।

স্থানীয়রা জানান, ২৫-৩০ বছর আগে বাউফলের প্রকৌশল অধিদপ্তর এই সেতুটি নির্মাণ করেছিল। এরপর আর কোনো সংস্কার হয়নি। সরেজমিনে দেখা গেছে, সেতুর মাঝখানের ঢালাই ভেঙে রেলিং বের হয়ে গেছে। কিছু অংশে রেলিং সম্পূর্ণ নেই। সেতুর নিচের পাইলিং মরিচা ধরে নষ্ট হয়ে পড়েছে। সেতুটি এতটাই নড়বড়ে যে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সেতুটি পশ্চিম কাছিপাড়া, গোপালিয়া বাজার, উত্তর ও দক্ষিণ পাকডাল, মান্দারবন এবং কারখানা গ্রামের মানুষের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। বিশেষ করে বর্ষার মৌসুমে শিক্ষার্থী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষদের দুর্ভোগ চরমে পৌঁছে।

সেতুটি দিয়ে কাছিপাড়া ডিগ্রি কলেজ, ১১নং পশ্চিম কাছিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঐতিহাসিক মৃধা বাড়ি জামে মসজিদ, পশ্চিম কাছিপাড়া দাখিল মাদ্রাসা এবং আরও অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও ব্যবসায়ীদের যাতায়াত হয়। এটি স্থানীয় অর্থনীতিরও একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল।

স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধিরা সেতুটি সংস্কারের প্রতিশ্রুতি দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। পটুয়াখালী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ লতিফ হোসেন জানান, “সেতুটি শীঘ্রই পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের দাবি, দ্রুত সেতুটির সংস্কার না হলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ প্রত্যাশা করছেন তারা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম