পবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ সভা আয়োজন করা হয়।
বিজয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান এবং ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ।
সভাটি পরিচালনা করেন ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলাম টিটো। স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর মোঃ জামাল হোসেন। এছাড়া আলোচনায় অংশ নেন প্রফেসর ড. মোঃ মামুনুর রশীদ, প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমান, প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, প্রফেসর মোঃ সুজাহাঙ্গীর কবির সরকার, প্রফেসর মোঃ আবুল বাশার খান, প্রফেসর ড. শেখ আব্দুল্লাহ আল মামুন এবং প্রফেসর ড. মোঃ মাসুদুর রহমান।
কর্মকর্তাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারী রেজিস্ট্রার মোঃ রিয়াজ কাঞ্চন শহীদ এবং মোঃ মাহবুবুর রহমান। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন তানভীর আহমেদ, সোহেল রানা, ফিয়াদুল হাসান এবং বায়জিদ আহমেদ।
সভায় প্রধান অতিথি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্ব, কৌশলগত পরিকল্পনা ও অসামান্য অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাঁর পরিকল্পনা ও নেতৃত্ব মুক্তিবাহিনীকে সাহস জুগিয়েছে এবং মুক্তিযুদ্ধের প্রতিটি বিজয়ে তাঁর ভূমিকা অনন্য।”
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।