ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াত আমিরের
শনিবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির শফিকুর রহমান বলেছেন, “আর যেন ইসলামী দলগুলোর মাথার ওপর কেউ কাঁঠাল ভেঙে খেতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।”
তিনি ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “ছাত্রদের আমি স্যালুট জানাতে চাই। আগামীর বাংলাদেশ তাদের হাতে তুলে দিয়ে আমরা পেছন থেকে সহযোগিতা করতে চাই।”
সরকারের প্রতি সমালোচনা করে তিনি আরও বলেন, “আওয়ামী লীগের আমলে সাড়ে ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। তারা জাতীয় নেতাদের অপমান করেছে, ওলামা একরামদের ওপর অমানবিক অত্যাচার চালিয়েছে। হাজার হাজার ওলামা ও হাফেজদের ওপর মিথ্যা মামলা দিয়ে লাঞ্ছিত করেছে। শাপলা চত্বরের ঘটনা দেশবাসী আজও ভুলতে পারেনি।”
তিনি অভিযোগ করেন, “২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মাত্র দুই মাসের মধ্যেই ৫৭ জন চৌকস সেনাবাহিনীর অফিসারকে হত্যা করার মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু হয়েছিল। এরপর তারা জামায়াত ইসলামীকে লক্ষ্যবস্তু বানিয়ে ১১ জন নেতাকে হত্যা করেছে।”
দেশের নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, “মসজিদ-মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এমন একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে কারও ধর্মীয় স্বাধীনতা বাধাগ্রস্ত হবে না। আমরা ইসলামের দাওয়াত দিয়ে যাব, এটি আমাদের দায়িত্ব।”
তিনি ইসলামী দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শুধুমাত্র ঐক্যের মাধ্যমেই আমরা এই জাতির মুক্তি আনতে পারব।”