বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা দাবি: সংবাদ সম্মেলনে ছাত্রদলের অভিযোগ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা তাদের নিরাপত্তা চেয়ে বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। শনিবার দুপুরে আয়োজিত এই সম্মেলনে ছাত্রদল নেতা মো: মিনহাজুল ইসলাম লিখিত বক্তব্যে জানান, সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রদল নেতা শামীম শেখের কাছ থেকে তিনি হত্যার হুমকি পেয়েছেন। মিনহাজের অভিযোগ, ছাত্রদলের নেত্রী জান্নাতুল নওরীন উর্মীর সঙ্গে শামীম শেখের সম্পর্কের সূত্র ধরে তিনি এই হুমকির শিকার হয়েছেন।
মিনহাজ উল্লেখ করেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নওরীন ক্যাম্পাসে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীদের পুনর্বাসনের মাধ্যমে তার অনুসারী সংখ্যা বৃদ্ধির চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেন মিনহাজ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিমের মৃত্যুর ঘটনায় হাসপাতাল চত্বরে নওরীনের ছবি তোলা ও ভিডিও ধারণের চেষ্টায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়।
এছাড়াও নওরীনের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার দাবিতে শতাধিক শিক্ষার্থী একটি আবেদন পত্রে স্বাক্ষর করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের মাধ্যমে উপাচার্য বরাবর জমা দেয়। সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষার্থী আব্দুর রহিম আরও বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার পরেও নওরীন আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ করেছেন। আমরা তার এই ভিত্তিহীন অভিযোগের তীব্র নিন্দা জানাই।”
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম