‘প্রিয় মালতী’ সিনেমায় মুগ্ধ দর্শক

মেহজাবীন চৌধুরীর অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’ মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। প্রেক্ষাগৃহে সিনেমা দেখার পর এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ভালো গল্প এবং অর্থবহ কাজের মাধ্যমেই তিনি দর্শকদের মন জয় করতে চান।

সিনেমাটি মুক্তির প্রসঙ্গে মেহজাবীন বলেন, “যতদিন বেঁচে থাকব, অভিনয়ের সঙ্গে থাকতে চাই। অর্থবহ গল্পের সঙ্গে কাজ করতে চাই। এই সিনেমাটি দর্শকদের জন্য করেছি। আপনারা হলে গিয়ে সিনেমাটি দেখুন এবং মতামত দিন।”

তিনি আরও বলেন, “অনেক আগে চাইলে সিনেমায় নায়িকা হয়ে যেতাম। তবে তখন হয়তো দর্শকদের কাছ থেকে আজকের মতো ভালোবাসা পেতাম না। ভালো কাজের জন্য একটু সময় নেওয়া জরুরি। অভিজ্ঞতা এবং শেখার মাধ্যমে ভালো কাজ উপহার দেওয়া সম্ভব।”

‘প্রিয় মালতী’ সিনেমাটি পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত এবং যৌথভাবে প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড ও চরকি। এতে মেহজাবীনের সঙ্গে অভিনয় করেছেন নাদের চৌধুরী, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ আরও অনেকে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



প্রেক্ষাগৃহে আসছে মেহজাবীনের ‘প্রিয় মালতী’

অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রিয় মালতী’ অবশেষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত এই সিনেমাটি আগামী ২০ ডিসেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এটি মেহজাবীনের প্রথম সিনেমা যা দেশীয় প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে।

সিনেমায় মেহজাবীন অভিনয় করেছেন নামভূমিকায়। মালতী রানী দাশ নামে এক নিম্ন-মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্র রূপায়ন করেছেন তিনি। মালতী তার জীবনের নানা সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে যায় এবং পলাশ কুমার দাশ নামে এক তরুণের সঙ্গে শুরু করে জীবনের নতুন অধ্যায়।

প্রেক্ষাগৃহে নিজের সিনেমা দেখার জন্য উত্তেজিত মেহজাবীন বলেন, “এটি আমার প্রথম সিনেমা, যা বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পাচ্ছে। অনুভূতিটা একদম ভিন্ন। আমি ভক্তদের ও প্রিয়জনদের সঙ্গে এটি দেখতে উদগ্রীব। আশা করি, সবার ভালো লাগবে।”

সিনেমাটি পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত। তিনি জানান, “‘প্রিয় মালতী’র গল্পটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। মালতীর সংগ্রাম ও সমস্যাগুলো শুধুমাত্র তার একার নয়, এটি দেশের অনেক নারীর বাস্তবতা। অন্তঃসত্ত্বা মালতীর সামাজিক ও ধর্মীয় রীতিনীতির বিরুদ্ধে লড়াই সমাজের প্রচলিত নিয়ম-কানুনকে প্রশ্নবিদ্ধ করে। সিনেমাটি কেবল একটি গল্প নয়, বরং নারীর জীবনের কঠিন সত্য তুলে ধরেছে।”

মেহজাবীনের পাশাপাশি সিনেমায় অভিনয় করেছেন— নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুন, শাহজাহান সম্রাট, রিজভী রিজু প্রমুখ।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



আন্তর্জাতিক মঞ্চে মেহজাবীনের ‘প্রিয় মালতী’ চলচ্চিত্রের অভিষেক মিশরে

চন্দ্রদ্বীপ ডেস্ক :: দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবার আন্তর্জাতিক পরিমণ্ডলে তার প্রতিভার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। তার দ্বিতীয় চলচ্চিত্র ‘প্রিয় মালতী’ আগামী ২০২৪ সালের কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে মেহজাবীন তার ভক্তদের এ সংবাদ জানান। তিনি লেখেন, “আমার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রিয় মালতী সম্মানজনক কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত হয়েছে, যা এই নভেম্বরের মাঝামাঝি মিশরের কায়রোতে অনুষ্ঠিত হবে।”

এ সিনেমায় ‘গোল্ডেন পিরামিড’ পুরস্কারের জন্যও প্রতিদ্বন্দ্বিতা করবে মেহজাবীনের এই সিনেমা। কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘প্রিয় মালতী’ ছাড়াও ১৫টির মতো চলচ্চিত্র রয়েছে এই বিভাগে। আন্তর্জাতিক এই সম্মানজনক নির্বাচনের বিষয়টি মেহজাবীনের জন্য এক বিশাল অর্জন, যা দেশের জন্যও গর্বের বিষয়।

দেশে মুক্তির প্রসঙ্গে মেহজাবীন আরও জানান, “বিশ্ব প্রিমিয়ারের পর আমরা দেশের প্রেক্ষাগৃহেও ‘প্রিয় মালতী’ মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি। আমার প্রতিটি কাজে আপনাদের পাশে পেয়েছি, সিনেমাটির মুক্তির সময়ও আপনাদের সমর্থন চাই।”

‘প্রিয় মালতী’ সিনেমাটির শ্যুটিং ঢাকা, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে হয়েছে। মেহজাবীন ছাড়াও এতে অভিনয় করেছেন নাদের চৌধুরী, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ আরও অনেকে। এই সিনেমা ইতোমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে এবং আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধি হিসেবে প্রমাণ করবে বাংলাদেশের চলচ্চিত্রের সক্ষমতা।