পরীমনি ফেসবুকে রহস্যময় পোস্ট, কুমিরের খালে লাফালাফি করার দাবি

ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন এবং প্রায়ই তার অনুভূতি ও জীবনের নানা আপডেট শেয়ার করেন। তবে আজ (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় ফেসবুকে একটি রহস্যময় পোস্ট দিয়েছেন তিনি, যা রীতিমত আলোচনা সৃষ্টি করেছে।

এবার পরীমনি নিজেকে কুমিরের সঙ্গে তুলনা করে একটি পোস্ট দিয়েছেন, যেখানে তিনি লিখেছেন, “আমি জীবনেও খাল কেটে কুমির আনি নাই, আমার মুড ভাল থাকলে আমি নিজেই কুমিরের খালে লাফালাফি করি!” এই পোস্টে স্পষ্ট কিছু বলা হয়নি, তবে এটি একটি সুরাহা ছাড়া মন্তব্য হিসেবে অনেকের মাঝে প্রশ্ন তুলেছে—এটি কাদের উদ্দেশ্যে এবং এর মাধ্যমে কী বার্তা দেওয়া হচ্ছে।

সম্প্রতি পরীমনি অভিনীত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’ মুক্তি পেয়েছে এবং তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। এ ছাড়াও, তার কলকাতার সিনেমা ‘ফেলুবক্সী’ শিগগির মুক্তি পাবে। এতে তার সহশিল্পী কলকাতার সোহম চক্রবর্তী।

এদিকে, ঢালিউডের এই অভিনেত্রীর আরেকটি সিনেমা, ‘ডোডোর গল্প’, যা সরকারি অনুদানে নির্মিত, মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন রেজা ঘটক।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম