মির্জাগঞ্জ সড়কে কলেজ ছাত্র নিহত এর ঘটনায় আটক ৩

পটুয়াখালীর মির্জাগঞ্জ সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক কলেজ ছাত্র, আহত হয়েছেন তার দুই বন্ধু। শনিবার সন্ধ্যায় মির্জাগঞ্জ সড়কের ২ নম্বর ব্রিজ সংলগ্ন সিকদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কলেজ ছাত্র নেয়ামুল হক নাফিস পটুয়াখালী জেলার মুন্সেফ পাড়া এলাকার বাসিন্দা। তিনি আইনজীবী নাজমুল হকের ছেলে এবং ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

প্রাথমিক তথ্য অনুযায়ী, নাফিস তার দুই বন্ধু সাফিন ও ফারাবি হাসানের সঙ্গে মোটরসাইকেলে করে ঘুরতে বেরিয়েছিলেন। দুর্ঘটনায় নাফিস ঘটনাস্থলেই নিহত হন। আহত সাফিন ও ফারাবিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় পটুয়াখালী ছাত্রসমাজ ও স্থানীয় বিক্ষুব্ধ জনতার সহায়তায় প্রাইভেটকার চালক মো. শহিদুল ইসলামসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন বাকেরগঞ্জ উপজেলার চামটা গ্রামের মো. শহিদুল ইসলাম (৪২), পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের মো. মোহন সিকদার (৪১) এবং সিদ্দিক সিকদার।

পটুয়াখালী সদর থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ৫৪/২৪।

পটুয়াখালী সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ জানিয়েছেন, এ ঘটনায় অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নাফিসের মৃত্যুতে তার পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম