ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে শুরু হচ্ছে মন্ত্রণালয়ের কার্যক্রম
আগামী রোববার থেকেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের শূন্য কক্ষগুলোতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দাফতরিক কার্যক্রম শুরু হবে। এমন ঘোষণা দিয়েছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর হেয়ার রোডে তার বাসভবনে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “দাফতরিক কার্যক্রম একদিনের জন্যও বন্ধ থাকবে না। রোববার থেকেই নগর ভবনের শূন্য কক্ষগুলোতে মন্ত্রণালয়ের কাজ শুরু হবে। জনবান্ধব উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কর্মকর্তাদের আরও সক্রিয় হতে হবে।”
তিনি আরও জানান, “বিগত ফ্যাসিস্ট আমলের দুর্নীতির তথ্য লোপাটের ষড়যন্ত্র ব্যর্থ করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের উন্নয়ন কার্যক্রমে কোনো ধরনের ব্যাঘাত ঘটতে দেওয়া হবে না।”
উপদেষ্টা আরও বলেন, “আগের চেয়ে আরও দৃঢ়চিত্তে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালিত হবে। জনস্বার্থে কাজের গতি বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।”