স্মার্টফোনের ক্ষতি এড়াতে কোন ভুলগুলো করবেন না
স্মার্টফোন বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠেছে। যোগাযোগ, শপিং, টিকিট কাটার মতো নানা কাজের জন্য এটি অপরিহার্য। কিন্তু কিছু সাধারণ ভুলের কারণে আমাদের স্মার্টফোনের আয়ু কমে যেতে পারে। আসুন জেনে নি, স্মার্টফোনের ক্ষতি এড়াতে কোন ভুলগুলো করা উচিত নয়।
১. রাতভর ফোন চার্জে রাখা
অনেকেই অভ্যস্ত আছেন ফোন চার্জে বসিয়ে রাতে শুয়ে পড়তে। এই অভ্যাসের কারণে ফোনের ব্যাটারির উপর অতিরিক্ত চাপ পড়ে, যা তার আয়ু কমিয়ে দেয়। এক্ষেত্রে ফোন যখন ফুল চার্জ হয়ে যায়, তখন তাকে প্লাগ থেকে খুলে ফেলা উচিত। এমনকি, ব্যাটারি সিঙ্গল ডিজিটে নেমে আসার আগে ফোন চার্জে বসানো উচিত। এতে ব্যাটারি দীর্ঘ সময় ভালো থাকবে।
২. পরনের জামা দিয়ে ফোনের স্ক্রিন পরিস্কার করা
অনেকেই স্ক্রিনে ধুলো কিংবা ময়লা পড়লে জামা দিয়ে ঘষে পরিস্কার করে নেন। কিন্তু এইভাবে স্ক্রিন পরিষ্কার করলে মাইক্রো স্ক্র্যাচ পড়তে পারে এবং স্ক্রিনের উপর ধুলা লেগে যায়। বিশেষজ্ঞরা পরামর্শ দেন যে, ফোন পরিষ্কারের জন্য মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করা উচিত, যাতে স্ক্র্যাচ পড়ে না এবং স্ক্রিন দীর্ঘ সময় নতুন দেখায়।
৩. সমুদ্রের পানিতে ফোন নেওয়া
বর্তমানে বেশিরভাগ ফোন ডাস্ট এবং ওয়াটার প্রুফ। তবে, অনেকেই জানেন না যে সমুদ্রের পানি এই ধরণের ফোনের জন্য ক্ষতিকর হতে পারে। সমুদ্রের পানিতে লবণ এবং খনিজ পদার্থ থাকে যা ফোনের চার্জিং পোর্টে প্রবেশ করে ফোনের ক্ষতি করতে পারে। তাই, সি বিচে গেলে ফোন ব্যবহার না করাই ভালো।
৪. ইউভি-কিউরড টেম্পারড গ্লাস ব্যবহার
বেশ কিছু মানুষ ফোনের স্ক্রিনের উপর ইউভি-কিউরড টেম্পারড গ্লাস ব্যবহার করেন, যা ফোনের স্ক্রিনকে রক্ষা করার জন্য ভালো। তবে, যদি আঠা ইয়ারপিস, স্পিকার বা বাটনে ঢুকে যায়, তবে ফোনের অন্যান্য অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সাবধানতা অবলম্বন করা উচিত।
৫. কমদামি ফোন কভার ব্যবহার করা
কথায় আছে “সস্তার তিন অবস্থা” এবং এটি ফোন কভার এর ক্ষেত্রেও প্রযোজ্য। সস্তা কভার সহজেই স্ক্র্যাচ এবং ময়লা ধরে রাখে, যা ফোনের সুরক্ষায় কোন উপকারে আসে না বরং ক্ষতি করতে পারে। তাই, ভালো মানের ফোন কভার ব্যবহার করা উচিত।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম