কলাপাড়ায় শিক্ষকের বাসায় চুরির ঘটনা, লক্ষাধিক টাকার মালামাল লুট

পটুয়াখালীর কলাপাড়ায় এক শিক্ষকের বাসায় চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাতে, কলাপাড়া পৌরশহরের নাচনাপাড়া বড় কলবাড়ি বিবি রিজিয়া বাইতুল আমান জামে মসজিদ সংলগ্ন এলাকায় শিক্ষক মোঃ জসিম উদ্দীনের বাসায় এই দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

এতে চোরচক্র বাসার নগদ ১ লক্ষ ৭০ হাজার টাকা, প্রায় ৭ ভড়ি স্বর্ণালংকার, পোশাকসহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল লুটে নিয়ে যায়। ঘটনার সময় শিক্ষক মোঃ জসিম উদ্দিন ঢাকায় ছিলেন, তার পরিবারের সদস্যরা ওইদিন ঢাকা বেড়াতে গিয়েছিলেন। তিনি স্কুল থেকে বাসায় ফেরেননি।

রবিবার সকালে প্রতিবেশীরা ফোন করে জানান যে, তার বাসায় চুরি হয়েছে। এরপর তিনি বাসায় এসে দেখেন, বাসার গেট ভাঙা, বৈদ্যুতিক লাইন বিছিন্ন এবং সিসি ক্যামেরা ভাঙা। এছাড়া আলমিরাতে থাকা নগদ ১ লক্ষ ৭০ হাজার টাকা ও ৭ ভড়ি স্বর্ণালংকারসহ আরও বিভিন্ন মালামাল চুরি হয়েছে।

কলাপাড়া থানার ওসি জুয়েল আহমেদ জানিয়েছেন, এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা দাবি: সংবাদ সম্মেলনে ছাত্রদলের অভিযোগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা তাদের নিরাপত্তা চেয়ে বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। শনিবার দুপুরে আয়োজিত এই সম্মেলনে ছাত্রদল নেতা মো: মিনহাজুল ইসলাম লিখিত বক্তব্যে জানান, সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রদল নেতা শামীম শেখের কাছ থেকে তিনি হত্যার হুমকি পেয়েছেন। মিনহাজের অভিযোগ, ছাত্রদলের নেত্রী জান্নাতুল নওরীন উর্মীর সঙ্গে শামীম শেখের সম্পর্কের সূত্র ধরে তিনি এই হুমকির শিকার হয়েছেন।

মিনহাজ উল্লেখ করেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নওরীন ক্যাম্পাসে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীদের পুনর্বাসনের মাধ্যমে তার অনুসারী সংখ্যা বৃদ্ধির চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেন মিনহাজ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিমের মৃত্যুর ঘটনায় হাসপাতাল চত্বরে নওরীনের ছবি তোলা ও ভিডিও ধারণের চেষ্টায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়।

এছাড়াও নওরীনের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার দাবিতে শতাধিক শিক্ষার্থী একটি আবেদন পত্রে স্বাক্ষর করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের মাধ্যমে উপাচার্য বরাবর জমা দেয়। সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষার্থী আব্দুর রহিম আরও বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার পরেও নওরীন আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ করেছেন। আমরা তার এই ভিত্তিহীন অভিযোগের তীব্র নিন্দা জানাই।”

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ফেসবুক প্রোফাইলে গোপনে কে আসে, জানুন সহজ উপায়ে

চন্দ্রদ্বীপ ডেস্ক :: আপনার ফেসবুক প্রোফাইলটি কে দেখতে পারে, তা জানার আগ্রহ অনেকেরই থাকে। সাধারণত, আমরা জানি না আমাদের বন্ধু তালিকার বাইরের কেউ নিয়মিতভাবে আমাদের প্রোফাইল দেখছে কি না। আমাদের বন্ধুদেরও কার্যক্রম সম্পর্কে সঠিকভাবে জানার সুযোগ হয়, যখন তারা আমাদের ছবিতে লাইক বা মন্তব্য করে। কিন্তু বর্তমানে কিছু সহজ পদক্ষেপের মাধ্যমে আপনি জানতে পারবেন কে আপনার ফেসবুক প্রোফাইল নিয়মিত দেখতে আসে।

বেশ কিছু অ্যাপ রয়েছে, যেগুলোর মাধ্যমে আপনি এই তথ্য পেতে পারেন, তবে সেগুলো নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এবং আপনার আইডি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। তাই নিরাপদ এবং সহজ পদ্ধতিতে এই তথ্য জানা সম্ভব।

এটি করতে প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করুন। তারপর টাইমলাইনে গিয়ে ‘অ্যাক্টিভিটি লগ’ অপশনের পাশে তিনটি বিন্দুর আইকনে ক্লিক করুন এবং ‘ভিউ পেজ সোর্স’ সিলেক্ট করুন। এরপর একটি কোডভর্তি পেজ খুলবে, যেখানে আপনি কিছুই বুঝবেন না। কিন্তু ভয় পাবেন না। এখানে ‘কন্ট্রোল+এফ’ চাপুন, একটি সার্চ বক্স ওপরে আসবে। সেখানে ‘InitialChatFriendsList’ লিখুন।

‘InitialChatFriendsList’ এর পাশে যে নম্বরগুলোর তালিকা পাবেন, সেগুলো হলো আপনার টাইমলাইনে যারা এসেছে তাদের ফেসবুক আইডি নম্বর। এই নম্বরগুলো দিয়ে আইডি বের করার জন্য ফেসবুকের ওয়েবসাইটে যান এবং ‘facebook.com/’ এর পাশে যেকোনো একটি নম্বর যোগ করুন, যেমন: facebook.com/100008223225037। এতে আপনি একটি আইডি দেখতে পাবেন, অর্থাৎ এই আইডিই আপনার প্রোফাইল দেখতে আসে।

যদি আপনি প্রথম নম্বরটি দেখেন, তাহলে সেটি নিয়মিত আপনার প্রোফাইলে আসে। এবং শেষের নম্বরটি হলো যে আইডি সবচেয়ে কম আপনার প্রোফাইলে এসেছে।




গলাচিপায় খাবারে চেতনানাশক প্রয়োগ করে চুরির ঘটনায় ২ চোর গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর গলাচিপায় খাবারে চেতনানাশক ওষুধ মিশিয়ে মা ও ছেলেকে অচেতন করে চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনা রবিবার (৩ নভেম্বর) রাতে উপজেলার আমখোলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ঘটে। অসুস্থ অবস্থায় থাকা মাহিনুর বেগম (৪০) ও তার ছেলে আজিজুল (১০), শানু ডাক্তারের স্ত্রী ও ছেলে, বর্তমানে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৪ নভেম্বর) রাতে গলাচিপা থানা পুলিশ ঘটনার সঙ্গে জড়িত দুই সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের গেরাবুনিয়া গ্রামের দেলোয়ার হোসেন মৃধার ছেলে মাহাতাব হোসেন (৩৬) এবং গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের হাবিব মৃধার ছেলে রাশেদুল মৃধা (৩৭)।

মামলার বিবরণে জানা যায়, রবিবার সন্ধ্যায় ভিকটিমের ঘরে চোর চক্রের সদস্যরা সুকৌশলে প্রবেশ করে। তারা রাতের খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেয়। পরবর্তীতে খাবার খেয়ে মা ও ছেলে অচেতন হয়ে পড়ে এবং চোরেরা স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।

সোমবার সকালে স্থানীয়রা পিছনের খোলা দরজা দিয়ে ঘরে প্রবেশ করে মা ও ছেলেকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে পুলিশ, আমখোলা বাজারে চেকপোস্ট চলাকালে মাহাতাবকে আটক করে এবং তার কাছ থেকে সোলার ব্যাটারি, পিতলের খুন্তি ও ৪ হাজার ৫৫০ টাকা জব্দ করে। মাহাতাবের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ রাশেদুল মৃধাকেও গ্রেপ্তার করে।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান বলেন, চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আসামিদের আদালতে পাঠানো হয়েছে।




গুগল মেসেজেসে যুক্ত হচ্ছে নতুন ৫টি নিরাপত্তা সুবিধা

পটুয়াখালী প্রতিনিধি :: অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সুরক্ষায় গুগল তার মেসেজেস অ্যাপে যুক্ত করতে যাচ্ছে নতুন পাঁচটি নিরাপত্তা সুবিধা, যা ব্যবহারকারীদের অনাকাঙ্ক্ষিত বা স্প্যাম বার্তা থেকে রক্ষা করবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, শিগগিরই এসব সুবিধা সকলের জন্য উন্মুক্ত করা হতে পারে। আসুন, জেনে নিই নতুন এই পাঁচ নিরাপত্তা সুবিধা সম্পর্কে।

১. অজানা লিংকে সতর্কবার্তা: অপরিচিত ব্যক্তির বার্তায় কোনো লিংক থাকলে গুগল মেসেজেস ব্যবহারকারীকে সতর্ক করবে এবং সন্দেহজনক হলে বার্তাটি ব্লকও করে দেবে। এই সুবিধাটি বর্তমানে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ও সিঙ্গাপুরে পরীক্ষামূলকভাবে চলছে।

২. সংবেদনশীল ছবি বা ভিডিও ঝাপসা করে প্রদর্শন: মেসেজেস অ্যাপ এখন থেকে সংবেদনশীল ছবি বা ভিডিও ঝাপসা করে দেখাবে এবং এসব মিডিয়া পাঠানোর আগে ব্যবহারকারীকে সতর্ক করবে।

৩. স্ক্যাম শনাক্তকরণ: স্ক্যাম বার্তা শনাক্ত করার জন্য গুগল মেসেজেসে রয়েছে অন-ডিভাইস স্ক্যাম শনাক্তকরণ প্রযুক্তি। নতুন আপডেটে, ব্যবহারকারীরা স্ক্যাম বার্তার বিষয়ে আলাদা করে সতর্কবার্তা পাবেন।

৪. পরিচয় যাচাই: অপরিচিত বা ভুয়া প্রেরকের বার্তায় প্রতারণার ঝুঁকি কমাতে মেসেজেস অ্যাপে পরিচয় যাচাইয়ের সুবিধা যুক্ত হচ্ছে, যা ব্যবহারকারীকে প্রেরকের পরিচয় নিশ্চিত করতে সহায়তা করবে।

৫. আন্তর্জাতিক স্ক্যাম মেসেজ ব্লক: ব্যবহারকারীরা তাদের পরিচিত নয় এমন আন্তর্জাতিক নম্বর থেকে আসা বার্তাগুলো ব্লক করতে পারবেন, যা ‘স্প্যাম অ্যান্ড ব্লক’ ফোল্ডারে জমা থাকবে।




সার্ভারের ত্রুটি শনাক্তে ১২ কোটি টাকা পুরস্কার ঘোষণা অ্যাপলের

চন্দ্রদ্বীপ ডেস্ক :: অ্যাপল তাদের প্রযুক্তি ও পণ্যের নিরাপত্তা উন্নয়নে ‘অ্যাপল সিকিউরিটি বাউন্টি’ কর্মসূচি চালু করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে, ব্যবহারকারীরা অ্যাপলের প্রযুক্তি ও অ্যাপে থাকা নিরাপত্তা ত্রুটি খুঁজে পেলে বিশাল পুরস্কার পাবেন। নতুন করে ঘোষণা করা হয়েছে যে, অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ পরিচালনার সঙ্গে যুক্ত সার্ভারের নিরাপত্তা ত্রুটি শনাক্ত করতে ১০ লাখ মার্কিন ডলার বা ১২ কোটি টাকার পুরস্কার দেওয়া হবে।

দ্য ভার্জের রিপোর্ট অনুযায়ী, অ্যাপল ইন্টেলিজেন্স মূলত আইফোন, আইপ্যাড ও ম্যাক ব্যবহারকারীদের দৈনন্দিন কাজগুলোকে মেশিন লার্নিংয়ের মাধ্যমে সম্পন্ন করে। এআই প্রযুক্তিটি আগামী সপ্তাহে আইফোনসহ বিভিন্ন পণ্যের জন্য উন্মুক্ত হবে, তাই এর নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গেছে, অ্যাপল ইন্টেলিজেন্সের অনেক কার্যক্রম ব্যবহারকারীদের যন্ত্রে সম্পন্ন হলেও কিছু কাজ অ্যাপলের প্রাইভেট ক্লাউড কম্পিউট (পিসিসি) সার্ভারের সহায়তায় হয়। এই কারণে পিসিসি সার্ভারকে সাইবার আক্রমণের থেকে রক্ষা করা জরুরি।

অ্যাপল তাদের এই উদ্যোগের আওতায় পিসিসি সার্ভারের নিরাপত্তা দুর্বলতা খুঁজে বের করার জন্য একটি নীতিমালা প্রকাশ করেছে, যাতে পিসিসি সার্ভারের কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থা তুলে ধরা হয়েছে। এছাড়া আগ্রহীরা নিজেদের ভার্চুয়াল রিসার্চ এনভায়রনমেন্ট (ভিআরই) সহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবেন।

অ্যাপল জানিয়েছে, তাদের পিসিসি সার্ভারের কনফিগারেশন, সিস্টেম ডিজাইন ত্রুটি বা অননুমোদিত প্রবেশাধিকার শনাক্ত করতে হবে। শনাক্ত ত্রুটির গুরুত্ব অনুযায়ী পুরস্কারের পরিমাণ নির্ধারণ করা হবে।