সংস্কৃতি উপদেষ্টা ফারুকীর সমালোচনার জবাব দিলেন আশফাক নিপুন
দেশজুড়ে চলমান ছাত্র-জনতার গণআন্দোলনের মাঝে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের খবরের সাথে আলোচিত হচ্ছে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর ভূমিকা। সম্প্রতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। বিশেষত, তাকে ‘আওয়ামী দোসর’ হিসেবে উল্লেখ করে বেশ কিছু বিতর্কিত মন্তব্য ছড়িয়ে পড়েছে।
এই পরিস্থিতিতে রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় নির্মাতা আশফাক নিপুন তার সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টে ফারুকীর পক্ষ নিয়ে কথা বলেছেন। তিনি ফারুকীকে আওয়ামী লীগের সহযোগী বলাকে ‘হাস্যকর’ উল্লেখ করে জানান, “ফারুকীকে আওয়ামী দোসর বলা খুবই হাস্যকর। কেননা খোদ আওয়ামী শিল্পী সমাজ কিংবা দলের নেতাকর্মীরাও তাকে নিজেদের দলের লোক হিসেবে দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না।”
আশফাক নিপুনের পোস্টে আরও উঠে এসেছে, “ফারুকীর কয়েকটি পুরোনো স্ট্যাটাস কিংবা ছবিই যদি তার দোসর হওয়ার প্রমাণ হয়, তবে গত ১৫ বছরে বিশেষত জুলাইয়ের আন্দোলনের সময় ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তার নিরন্তর সমালোচনাও আমলে নেওয়া উচিত।”
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে ফারুকীর যোগ্যতা নিয়ে অনেকের আপত্তি থাকলেও, আশফাক নিপুন তার পক্ষ নিয়ে বলেন, “ফারুকী একজন সংস্কৃতির মানুষ। তাই তাকে এই মন্ত্রণালয়ের উপদেষ্টা বানানো হয়েছে। তাকে অর্থ, বাণিজ্য বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা করা হয়নি। ফারুকীর কাজের গঠনমূলক সমালোচনা ১০০ বার করুন, কিন্তু অন্যায়ভাবে অপমান করা ঠিক নয়।”
আশফাক নিপুন আরো বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে অনেকেই যুক্ত ছিলেন যারা জীবনের কোনো না কোনো সময় আওয়ামী লীগ বা ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন। কিন্তু ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এক হয়ে তারা প্রতিবাদ করেছে। এখন বিভক্তি সৃষ্টি করে কারা লাভবান হচ্ছে, সেটা ভাবার বিষয়।”
সাংস্কৃতিক অঙ্গনে আলোচিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও আশফাক নিপুনের রাজনৈতিক অবস্থান নিয়ে বিতর্ক হলেও, তাদের নির্মাণশৈলী ও সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে নতুন করে ভাবতে হবে বলেই মনে করেন নিপুন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, “ফারুকী তার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন এবং দেশের সংস্কৃতি অঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করবেন।”