নাটক বন্ধ করা বেদনাদায়ক: তারিক আনাম

চন্দ্রদ্বীপ ডেস্ক :: সম্প্রতি ‘নিত্যপুরাণ’ নাটকের প্রদর্শনী মাঝপথে বন্ধ করে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বর্ষীয়ান অভিনেতা তারিক আনাম খান। শনিবার (২ নভেম্বর) রাতে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এই ঘটনা ঘটে। মহাপরিচালক অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নাটকটি বন্ধ করে দেন।

তারিক আনাম বলেন, “একটি দলের কেউ যদি কোনো দোষ করে থাকে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তবে নাটক প্রদর্শনী বন্ধ করা ঠিক নয়; এটি কষ্টের।” তিনি উল্লেখ করেন, নাট্যদলের দায়িত্বশীলদের আরও সংযত আচরণ করা উচিত।

এদিকে, জামিল আহমেদ নিরাপত্তার কথা চিন্তা করে নাটক বন্ধ করতে বাধ্য হয়েছেন বলে জানান। তিনি বলেন, “দর্শকের নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা প্রদর্শনী বন্ধ করেছি।” বিক্ষোভের কারণ সম্পর্কে তিনি উল্লেখ করেন যে, বিক্ষোভকারীরা একটি বিশেষ নাট্যদলের প্রদর্শনীর বিরুদ্ধে আপত্তি জানিয়ে ছিলেন।

এভাবে নাটক প্রদর্শনী বন্ধ করা এবং শিল্পকলার পরিবেশ নিয়ে আলোচনা শুরু হয়েছে, যা সামাজিক মাধ্যমে নানা আলোচনার সৃষ্টি করেছে।




আত্মজীবনী প্রকাশে আবেগঘন মুহূর্তে স্ত্রী ও মেয়ের পাশে কাঁদলেন আবুল হায়াত

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অভিনেতা ও নাট্যজন আবুল হায়াতের আত্মজীবনীমূলক বই ‘রবি পথ-কর্মময় ৮০’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। নাট্যজগতের অনেক পরিচিত মুখের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে বইয়ের কিছু অংশ পাঠ করেন আজাদ আবুল কালাম, অপি করিম, দীপা খন্দকার, ইন্তেখাব দিনার, রওনক হাসানসহ আরো অনেকে। আবুল হায়াতের স্ত্রী শিরিন হায়াত ও কন্যা বিপাশা হায়াতের আবেগে অনুষ্ঠানে উপস্থিত সবাই আবেগাপ্লুত হন।

বই প্রকাশের কারণ উল্লেখ করতে গিয়ে আবুল হায়াত জানান, কেন লেখার প্রেরণা পেয়েছিলেন এবং তাঁর জীবনের কিছু স্মৃতিময় মুহূর্ত তুলে ধরেন। তিনি বলেন, মুর্শিদাবাদ থেকে চট্টগ্রামে স্থানান্তরের ব্যথা, অভিনয়ের প্রতি ভালোবাসা এবং ক্যানসারের সঙ্গে তাঁর সংগ্রামের কথা। বক্তব্য দেওয়ার সময় আবুল হায়াত যখন স্ত্রীর অবদান নিয়ে কথা বলছিলেন, তখন শিরিন হায়াত কাঁদতে থাকেন। এ সময় মঞ্চের পরিবেশ এক আবেগঘন রূপ ধারণ করে।

অনুষ্ঠানের শেষ ভাগে গীতিকার ফাহিম হোসেন চৌধুরীসহ অতিথিরা ‘আকাশভরা সূর্যতারা’ গানটি গেয়ে পুরো মিলনায়তনকে একাত্ম করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা যাকের, শাহীন খান, মামুনুর রশীদ, তারিক আনাম খান, আরিফ খান প্রমুখ।