ক্ষতিকর অ্যাপ শনাক্তের সহজ উপায়

স্মার্টফোন আমাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। প্রতিদিনের কাজ সম্পন্ন করতে নানা অ্যাপ ব্যবহারের প্রয়োজন হয়। তবে অনেক সময় ক্ষতিকর অ্যাপ ডাউনলোড হয়ে যায়, যা আমাদের তথ্য নিরাপত্তায় হুমকি তৈরি করে। এমন অ্যাপ থেকে বাঁচতে ভারতে টেলিকম দপ্তর সহজ একটি পদ্ধতি প্রকাশ করেছে।

সম্প্রতি একটি ভিডিও শেয়ার করে তারা জানিয়েছে কীভাবে ক্ষতিকর অ্যাপ চিহ্নিত করবেন। প্রথমে আপনার ফোনে গুগল প্লে-স্টোর খুলুন। এরপর উপরের ডান কোণে থাকা প্রোফাইল অপশন-এ ক্লিক করুন। সেখানে প্লে প্রটেক্ট নামে একটি অপশন পাবেন, সেটিতে ক্লিক করুন। এরপর স্ক্যান অপশন বেছে নিন। এটি আপনার ফোন স্ক্যান করে ক্ষতিকর বা ভুয়া অ্যাপ শনাক্ত করবে।

কেন এই সতর্কতা জরুরি?

স্মার্টফোনে ক্ষতিকর অ্যাপ লুকিয়ে থাকলে ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে। এসব অ্যাপ সাধারণত ফাইল ম্যানেজারের এমন কোনো ফোল্ডারে লুকিয়ে থাকে, যা সহজে চোখে পড়ে না।

ক্ষতিকর অ্যাপ কীভাবে ক্ষতি করে?

এ ধরনের অ্যাপ আপনার ব্যাংকিং অ্যাপের লগইন তথ্য, ক্রেডিট কার্ডের তথ্য, ওটিপি, ই-মেইলের পাসওয়ার্ডসহ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে পারে। ফলে আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনা তৈরি হয়।

সতর্ক থাকার উপায়

প্রতিবার অ্যাপ ইনস্টল করার আগে সেটির রিভিউ এবং রেটিং যাচাই করুন।

অনুমোদিত এবং পরিচিত ডেভেলপারদের অ্যাপ ইনস্টল করুন।

ফোনের অজানা সোর্স থেকে অ্যাপ ইনস্টল বন্ধ রাখতে সেটিংস পরিবর্তন করুন।

“মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”