ব্লুস্কাইয়ে ঝুঁকছে ব্যবহারকারীরা
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স ছেড়ে ক্রমেই ব্লুস্কাইয়ে যোগ দিচ্ছেন ব্যবহারকারীরা। বিশেষত, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে এক্সের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই। তারা অভিযোগ তুলেছেন, ইলন মাস্কের এক্সে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ‘অতিরিক্ত’ প্রচারণা চালানো হয়, যা প্ল্যাটফর্মটির নিরপেক্ষতায় প্রশ্ন তুলেছে।
এ পরিস্থিতিতে ব্যবহারকারীরা ব্লুস্কাইয়ের মতো বিকেন্দ্রীকৃত সামাজিক মাধ্যমে ঝুঁকছেন। জ্যাক ডরসির প্রতিষ্ঠিত ব্লুস্কাই, যা ২০১৯ সালে যাত্রা শুরু করেছিল, বর্তমানে ১৯ মিলিয়ন ব্যবহারকারী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এ তালিকায় রয়েছেন যুক্তরাজ্যের প্রভাবশালী রাজনীতিবিদ জেরেমি করবিন ও ড্যারেন জোনসের মতো ব্যক্তিত্ব।
তবে ব্রিটেনের প্রধানমন্ত্রী কির স্টারমার ব্লুস্কাইয়ে যোগ না দেওয়ার বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন। জি-২০ সামিটে তিনি জানান, সরকার বা ব্যক্তিগতভাবে তার ব্লুস্কাইয়ে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই। বরং এক্সেই থাকবেন, কারণ সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছানো সরকারের জন্য গুরুত্বপূর্ণ।
ব্লুস্কাইয়ের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এটি বিকেন্দ্রীকৃত, অর্থাৎ এটি কোনো একক কোম্পানির নিয়ন্ত্রণাধীন নয়, বরং স্বাধীন সার্ভার দ্বারা পরিচালিত। এ বৈশিষ্ট্য একে অন্যান্য সামাজিক মাধ্যমের তুলনায় ভিন্ন করে তুলেছে।