রুনা লায়লার জন্মদিনে ভক্তদের জন্য নতুন উপহার: ইউটিউব চ্যানেল চালু

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা, যিনি সুদীর্ঘ ৬০ বছরের সংগীতজীবনে অগণিত শ্রোতার হৃদয়ে স্থান করে নিয়েছেন, গতকাল (১৭ নভেম্বর) তার জন্মদিন উদযাপন করলেন। এই বিশেষ দিনে বরেণ্য এই শিল্পী ভক্তদের জন্য একটি চমকপ্রদ উপহার ঘোষণা করেছেন। জন্মদিন উপলক্ষে তিনি জানালেন, ভক্তদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত থাকার জন্য তিনি একটি ইউটিউব চ্যানেল খুলেছেন। এখন থেকে এই চ্যানেলে নিয়মিত তাকে পাওয়া যাবে। শোনা যাবে তার সংগীতজীবনের নানা অভিজ্ঞতা, গানের গল্প এবং আরও অনেক কিছু।

জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক ভিডিওবার্তায় রুনা লায়লা বলেন, “প্রতিবছর আমার জন্মদিনে সবাই আমাকে অনেক শুভেচ্ছা, উপহার এবং ভালোবাসা দিয়ে ভরিয়ে দেন। আপনাদের দোয়া-আশীর্বাদ সবসময় আমার সঙ্গে থাকে। তাই ভাবলাম, এবারের জন্মদিনে আপনাদের জন্য আমি একটি উপহার দেব।”

রুনা লায়লা তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে সংগীতজীবনের বিভিন্ন স্মৃতি, অভিজ্ঞতা এবং ভবিষ্যতের পরিকল্পনা ভক্তদের সঙ্গে ভাগাভাগি করবেন। সেই সঙ্গে তার গাওয়া বিভিন্ন গানও এই চ্যানেলে প্রকাশিত হবে। তিনি ভক্তদের তার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করার অনুরোধ করেছেন।

রুনা লায়লা আরও বলেন, “আমার সংগীতজীবনের ৬০ বছরে যা কিছু করেছি এবং ভবিষ্যতে যা করতে চাই, সেসব কথা এই চ্যানেলের মাধ্যমে সবার সঙ্গে ভাগাভাগি করতে চাই। নতুন এই যাত্রায় আমি সবার ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি। বরাবরের মতো আপনাদের ভালোবাসা আমার পাশে থাকুক।”

প্রসঙ্গত, রুনা লায়লা তার ক্যারিয়ারের শুরু করেছিলেন মাত্র ১২ বছর বয়সে। ১৯৬৫ সালে উর্দু ভাষার ‘জুগনু’ সিনেমায় ‘গুড়িয়া সি মুন্নি মেরি’ গানটি দিয়ে তার সংগীতজীবনের যাত্রা শুরু হয়। এরপর পাকিস্তান রেডিওর ট্রান্সক্রিপশন সার্ভিসে তার গাওয়া প্রথম বাংলা গান ছিল দেবু ভট্টাচার্যের সুরে ‘নোটন নোটন পায়রাগুলো’ এবং ‘আমি নদীর মতো পথ ঘুরে’। সেই থেকে তিনি এগিয়ে গেছেন অনবরত, হয়ে উঠেছেন উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ সংগীতশিল্পী।

রেডিও, টেলিভিশন, মঞ্চ কিংবা সিনেমা—প্রতিটি মাধ্যমেই তিনি তার প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। ফেসবুকে সরব উপস্থিতি এবং শিগগিরই টিকটকেও সক্রিয় হওয়ার ইঙ্গিত দিয়েছেন এই কিংবদন্তি শিল্পী।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



হোয়াটসঅ্যাপের নতুন কাস্টম চ্যাট লিস্ট ফিচার: সহজভাবে যোগাযোগের অভিজ্ঞতা

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ নতুন এক ফিচার, কাস্টম চ্যাট লিস্ট চালু করেছে। এটি গ্রাহকদের যেকোনো গ্রুপ চ্যাটে বাড়তি সুবিধা প্রদান করবে। এখন থেকে, হোয়াটসঅ্যাপে চ্যাটগুলিকে গুরুত্ব অনুযায়ী বাছাই করে রাখতে পারবেন। পছন্দমতো কোনো গ্রুপ বা কথোপকথন সহজেই চোখের সামনেই রাখা যাবে।

এটা একটি বিশাল সুবিধা, কারণ আগে অনেক চ্যাট একসাথে চলে আসার কারণে গুরুত্বপূর্ণ কথোপকথন খুঁজে বের করা কঠিন হয়ে পড়তো। কিন্তু এই নতুন ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রাহকদের পছন্দের গ্রুপ বা চ্যাটগুলো আলাদা করে রাখতে সাহায্য করবে। আপনি যেমন ‘পরিবার’, ‘কর্মক্ষেত্র’, ‘বন্ধুবান্ধব’—এই ধরনের ক্যাটাগরিতে আপনার চ্যাটগুলো ভাগ করে রাখতে পারবেন। ফলে অনেক চ্যাটের মধ্যে থেকে খোঁজাখুঁজি করার প্রয়োজন হবে না।

কাস্টম চ্যাট লিস্ট ফিচারের সুবিধা

এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের কনট্যাক্ট লিস্টে থাকা ব্যক্তিদের নতুন তালিকা তৈরি করে তা এডিটও করতে পারবেন। চাইলে, পছন্দের একাধিক গ্রুপও এই তালিকায় যুক্ত করা যাবে এবং সেগুলোকে পিন করে টপে রাখা যাবে। বিশেষ করে জরুরি অফিসের গ্রুপ কিংবা ব্যক্তিগত গুরুত্বপূর্ণ কথোপকথন সেগুলোর মধ্যে সহজেই পাওয়া যাবে।

কাস্টম লিস্ট তৈরি করার পদ্ধতি

১. প্রথমে হোয়াটসঅ্যাপ আপডেট করুন।

২. হোয়াটসঅ্যাপের উপরে ডান দিকে একটি যোগ চিহ্ন দেখাবে। সেটিতে ক্লিক করুন এবং ‘অর্গানাইজ ইউর চ্যাট’ অপশনে ক্লিক করুন।

৩. এবার ক্যাটাগরি দেখে পছন্দের প্রোফাইল তালিকাভুক্ত করুন।

৪. যদি কোনো চ্যাট আলাদা করে চোখের সামনে রাখতে চান, তাহলে ‘অ্যাড পিপল অর গ্রুপ’ অপশনে গিয়ে নির্দিষ্ট কোনো প্রোফাইল বা চ্যাট বাছাই করে সেগুলো একেবারে উপরের সারিতে রেখে দিতে পারবেন।

এই নতুন ফিচারটি ব্যবহারকারীকে আরও সহজ এবং স্বাচ্ছন্দ্যে যোগাযোগের অভিজ্ঞতা দেবে। এখন থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা আরো বেশি সুশৃঙ্খলভাবে তাদের প্রোফাইল ও গ্রুপ চ্যাট পরিচালনা করতে পারবেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



রেদওয়ান রনি ও সাদিয়া আয়মানের প্রেমের গুঞ্জনে মুগ্ধ ভক্তকূল!

চন্দ্রদ্বীপ ডেস্ক :: গত ২০ অক্টোবর ছিল নির্মাতা রেদওয়ান রনির জন্মদিন, যা উদযাপন করতে উপস্থিত ছিলেন তার ঘনিষ্ঠ সহকর্মীরা। এই দিনটির বিশেষ আকর্ষণ ছিলেন অভিনেত্রী সাদিয়া আয়মান, যাকে রনি ‘প্রিয়তমা’ বলে সম্বোধন করেছেন। এই সম্বোধনকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রেমের গুঞ্জন ভক্তদের মাঝে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

জন্মদিন উদযাপনের পোস্টে রনি ২৩টি ছবি শেয়ার করেন, যেখানে প্রিয়জনদের সঙ্গে একসাথে বেশ কিছু সুন্দর মুহূর্তে তাকে দেখা যায়। সাদিয়া আয়মানের সঙ্গে কাপল ছবিতেও তাদের একান্ত মুহূর্ত ধরা পড়ে। ক্যাপশনে রনি লেখেন, “আমার সবচেয়ে ভালো সারপ্রাইজ পার্টির পরিকল্পনা করার জন্য আমার প্রিয়তমাকে বিশেষ ধন্যবাদ! আমি খুব খুশি এবং প্রত্যেকের কাছে কৃতজ্ঞ।”

এমন পোস্টের পর থেকে মন্তব্যে অনেকেই রনিকে শুভেচ্ছা জানান এবং পরামর্শ দেন সাদিয়ার সাথে সম্পর্ককে আরও গভীর করার জন্য। বিশেষ করে সাদিয়া আয়মানের মন্তব্য “আমার জীবনে যা পেয়েছি, তার মাঝে তুমি সবচেয়ে সেরা” আরও গভীর জল্পনার সৃষ্টি করেছে।

যদিও এই বিষয়ে সংবাদ মাধ্যম সাদিয়ার মন্তব্য জানার চেষ্টা করেছিল, তিনি কোনো প্রতিক্রিয়া জানাতে রাজি হননি। তবে তাদের ভক্তরা এই বিশেষ সম্পর্ক নিয়ে আনন্দিত এবং আরও ভালো খবরের অপেক্ষায় রয়েছে।