বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল কমিটি অনুমোদন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগর শাখার ১০৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে শহিদুল ইসলাম শাহেদ এবং সদস্য সচিব হিসেবে শাহাদাত দায়িত্ব পালন করবেন। ছয় মাস মেয়াদী এই কমিটি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে অনুমোদন পেয়েছে।
এ বিষয়ে গত বুধবার (৪ ডিসেম্বর) সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। কমিটিতে মুখ্য সংগঠক হিসেবে মাহফুজুর রহমান ইমরান এবং মুখপাত্র হিসেবে পটুয়াখালীর ইসরাত জাহানকে মনোনীত করা হয়েছে।
কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনয়ন পেয়েছেন বরিশাল, পটুয়াখালী ও ঝালকাঠি জেলার ১১ জন সক্রিয় সদস্য। পাশাপাশি, যুগ্ম সদস্য সচিব হিসেবে নোয়াখালী, পটুয়াখালী, বরিশাল এবং গলাচিপার ১৩ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে।
অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন বরিশালের তালতলী, গৌরনদী, আমতলী, এবং ঝালকাঠির নেতৃবৃন্দ। এছাড়া বরিশাল ও আশেপাশের জেলার ৫০ জন সদস্যকে কমিটির সাধারণ সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
নেতৃত্বপ্রাপ্ত ব্যক্তিরা বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশালে শিক্ষার্থীদের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা পালন করবে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও গতিশীল হবে।”