তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য একটি কমিটি গঠন করার জন্য সরকারের কাছ থেকে প্রেস রিলিজ প্রস্তুত করা হলেও তা প্রকাশ না করায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কলেজের শিক্ষার্থীরা। গত সোমবার (১৮ নভেম্বর) রাতে বাংলাদেশ সচিবালয়ে সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষে তারা এই সিদ্ধান্ত জানান।
আন্দোলনের সমন্বয়করা সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, “শিক্ষামন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে আলোচনার পর তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য একটি কমিটি গঠনের প্রেস রিলিজ তৈরি করা হয়েছিল। তবে এই প্রেস রিলিজটি কোনও ব্যক্তির ফোনের মাধ্যমে প্রকাশ করা হয়নি, যা আমাদের কাছে হতাশাজনক এবং অপ্রত্যাশিত। আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম, তারা কি কোনো চক্রান্ত করছে? আমরা ১২ হাজার শিক্ষার্থীদের পক্ষ থেকে ১৪ জন প্রতিনিধির সঙ্গে আলোচনা করতে এসেছিলাম, কিন্তু তাদের আচরণ আমাদের খুব হতাশ করেছে।”
আন্দোলনকারীরা আরো বলেন, “আমরা কেন ক্যাম্পাসে ফিরে আসামি হতে পারি? সরকারের আচরণ এমনভাবে ছিল যে আমরা যেন অপরাধী। আমাদের কাছে এটি অত্যন্ত ন্যক্কারজনক এবং আমরা তাদের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশা করিনি।”
এ সময় তারা তাদের চলমান আন্দোলনকে আরও তীব্র করার ঘোষণা দেন। আগামীকাল, ২০ নভেম্বর থেকে তিতুমীর কলেজের সকল পরীক্ষা ও ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এছাড়া, বারাসাত থেকে মহাখালী পর্যন্ত কর্মসূচি সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলতে থাকবে।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম