গুগল পিক্সেলের নতুন এআই রিপ্লাই ফিচার

গুগল তার পিক্সেল স্মার্টফোনে নতুন একটি এআই-ভিত্তিক ফিচার যুক্ত করেছে, যা মেসেজিং অ্যাপ্লিকেশনে স্বয়ংক্রিয় ও প্রাসঙ্গিক উত্তর প্রদান করবে। ‘এআই রিপ্লাই’ নামের এই ফিচারটি ব্যবহারকারীদের জন্য মেসেজিংকে আরও সহজ ও দ্রুততর করতে ডিজাইন করা হয়েছে।

নাইট টু ফাইভ গুগলের রিপোর্ট অনুযায়ী, এআই রিপ্লাই প্রযুক্তি এমনভাবে তৈরি হয়েছে, যা ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তির সঙ্গে স্বাভাবিক ভঙ্গিতে কথা বলতে পারবে। এটি অপর প্রান্তের কথোপকথনের প্রাসঙ্গিকতা ধরে রেখে দ্রুত ও সঠিক প্রতিক্রিয়া জানাবে।

ফিচারের কার্যকারিতা ও ভবিষ্যৎ
ফিচারটি কল রিসিভ হওয়ার সঙ্গে সঙ্গেই কাজ শুরু করবে। এটি মানুষের আবেগ ও প্রাসঙ্গিক তথ্য বুঝে ছোট ছোট বাক্যে উত্তর দেবে, যেমন ‘ক্যান ইউ সে মোর’, ‘কল মি ব্যাক লেটার’। ভবিষ্যতে এটি আরও জটিল প্রশ্নের উত্তর দেওয়ার সক্ষমতা অর্জন করবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

এআই রিপ্লাই ফিচারটি ইতোমধ্যে বিটা পর্যায়ে রয়েছে। এটি গুগলের অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ মডেলের ওপর ভিত্তি করে কাজ করবে, যা এটিকে অধিক দক্ষ ও প্রাসঙ্গিক উত্তর দেওয়ার সক্ষম করে তুলবে।

গুগল পিক্সেল স্মার্টফোনের আগের একটি বৈশিষ্ট্য ‘কল স্ক্রিন’ ইতিমধ্যে ব্যবহারকারীদের মাঝে বেশ জনপ্রিয়। এটি টেলি মার্কেটিং ও অজানা কলের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে উত্তর দিত। নতুন এআই রিপ্লাই ফিচারটি এই কল স্ক্রিন বৈশিষ্ট্যকে আরও উন্নত করে মেসেজিং অভিজ্ঞতা আরও স্বয়ংক্রিয় ও সুবিধাজনক করে তুলবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



কবি হেলাল হাফিজের বিদায়: একটি অধ্যায়ের সমাপ্তি

বাংলা সাহিত্যের অনন্য কবি হেলাল হাফিজ আর নেই। দীর্ঘ সাহিত্যজীবনে যিনি একটি বই দিয়েই জয় করেছিলেন অসংখ্য পাঠকের হৃদয়। গতকাল শাহবাগের সুপার হোমে থাকা অবস্থায় বাথরুমে পা পিছলে পড়ে যান তিনি। পরে পিজি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর (৭ অক্টোবর ১৯৪৮ – ১৩ ডিসেম্বর ২০২৪)।

হেলাল হাফিজের লেখা ‘যে জলে আগুন জ্বলে’ আজও বাংলা ভাষার সবচেয়ে বেশি বিক্রি হওয়া কাব্যগ্রন্থগুলোর একটি। তার কবিতা শুধু শব্দের গাঁথুনি নয়, ছিল স্বাধীনতার স্পন্দন। সমকালীন সময়ের শ্রেষ্ঠ কবি হিসেবে পরিচিত এই সাহিত্যিক স্বাধীন বাংলাদেশে কবিতার নতুন ধারার প্রবর্তন করেছিলেন।

তার মৃত্যুতে শোকাহত হয়েছেন সাহিত্য ও সংস্কৃতিজগতের মানুষ। কবি সাদী কাউকাব লেখেন, ‘বাংলাদেশকে বাংলাদেশি কবিতা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।’ অভিনেত্রী জাকিয়া বারী মম প্রিয় কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘মৃত্যুর মিছিলে যোগ দিলেন প্রিয় কবি হেলাল হাফিজ। অনন্তে এই যাত্রা শুভ হোক।’

অভিনেত্রী বন্যা মির্জা শেয়ার করেন তার কবিতার কিছু লাইন, ‘কবিতা কি কেবল শব্দের মেলা, সংগীতের লীলা? কবিতা তো অবিকল মানুষের মতো, চোখ-মুখ-মন আছে, সেও বিবেক শাসিত।’

গুণী নির্মাতা দীপঙ্কর দীপন স্মরণ করেন কবির বিখ্যাত পঙক্তি, ‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়।’

সাংবাদিক গাজী নাসিরউদ্দিন আহমেদ লিখেছেন, ‘যৌবনে তার মিছিলের ডাক উপেক্ষা করা আমাদের প্রজন্মের জন্য কঠিন ছিল। তিনি আজ থেকে আর লৌকিক নন। মিছিলের কবি, ভালোবাসার কবি হেলাল হাফিজ, আপনার প্রস্থান সত্যিই বেদনার।’

তরুণ সাংবাদিক নাজমুস সাকিব রহমান জানান, ‘তার কবিতা আমাদের জীবনের বাস্তবতার পাশে দাঁড়িয়েছিল। এমন একজন কবি আর কখনো আসবেন না।’

নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘একজন অভিমানী কবি। তিনি বাংলার কবি। হেলাল হাফিজ। পরপারে ভালো থাকবেন আপনি। শ্রদ্ধা আর প্রণাম।’

সকলেই যেন এক সুরে তাকে স্মরণ করেছেন। তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে পোস্ট দিয়েছেন মঞ্চনির্দেশক ওয়াহিদুল ইসলাম, নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক, ইরানি বিশ্বাসসহ অনেকে।

কবি হেলাল হাফিজের মৃত্যুতে বাংলা সাহিত্যজগতে শূন্যতা নেমে এসেছে। তার কবিতায় দ্রোহ, প্রেম ও মানবিকতার যে অমোঘ আহ্বান, তা আজও পাঠকদের মুগ্ধ করে। বিদায় কবি। আপনার শব্দমালা চিরকাল বেঁচে থাকবে বাংলার হৃদয়ে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ফেসবুক পাসওয়ার্ড রিসেটের সহজ উপায়

বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক, যা ব্যবহারে বয়স্ক থেকে শুরু করে তরুণ প্রজন্মও পিছিয়ে নেই। তবে অনেকেই ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যান, এবং রেজিস্টার্ড মোবাইল বা ইমেইলে অ্যাক্সেস না থাকায় বিপাকে পড়েন। কিন্তু এ সমস্যার সহজ সমাধান রয়েছে।

ফেসবুক পাসওয়ার্ড রিসেট করার জন্য নিচের পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে:
১. আপনার ব্রাউজারে facebook.com/login/identify টাইপ করে প্রবেশ করুন।
২. সচল একটি ইমেইল ঠিকানা বা ফোন নম্বর লিখুন। প্রয়োজনে অ্যাকাউন্টের নাম বা ইউজারনেম দিন।
৩. আপনার অ্যাকাউন্ট শনাক্ত হলে ‘No longer have access to this?’-এ ক্লিক করুন।
৪. ফেসবুকের চাওয়া তথ্যগুলো পূরণ করুন এবং নতুন একটি কনট্যাক্ট ইনফরমেশন দিন, যা পূর্বে ওই অ্যাকাউন্টে ব্যবহৃত হয়নি।
৫. সমস্ত সিকিউরিটি চেক সম্পন্ন হওয়ার পর নতুন পাসওয়ার্ড সেট করুন।

এভাবে সহজেই আপনার হারানো ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেতে পারেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




অ্যাপল ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন টিম কুক

মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক প্রতিষ্ঠানটি থেকে অবসর নেওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এ ধরনের সিদ্ধান্ত পুরোপুরি তার ব্যক্তিগত অনুভূতির ওপর নির্ভর করবে। এখনই এমন কোনো পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা তার নেই।

টিম কুক বলেন, “আমি অ্যাপল ভালোবাসি। এখানে কাজ করা আমার জীবনের সৌভাগ্য। যতক্ষণ না আমার ভেতরের কণ্ঠ বলছে যে সময় হয়েছে, ততক্ষণ পর্যন্ত কাজ চালিয়ে যাব। এরপর হয়তো পরবর্তী অধ্যায়ের দিকে নজর দেব।”

টিম কুক ২০১১ সাল থেকে অ্যাপলের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে প্রতিষ্ঠানটির সঙ্গে তার যাত্রা শুরু ১৯৯৮ সালে। দীর্ঘ ২৬ বছরের এই পথচলায় তিনি অ্যাপলের চিফ অপারেটিং অফিসারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। সিইও হওয়ার পর অ্যাপলের পণ্য এবং পরিষেবার বৈপ্লবিক উন্নয়ন ঘটিয়ে তিনি প্রযুক্তি জগতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন।

অ্যাপলের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত কুক বলেন, “অ্যাপল ছাড়া আমার জীবন কেমন হবে তা কল্পনাই করতে পারি না। এখানে কাটানো সময় আমার কাছে অমূল্য।”

অ্যাপলে যোগদানের আগে টিম কুক ১২ বছর আইবিএমে কাজ করেছেন। কিন্তু অ্যাপলের সঙ্গেই তার নাম বিশ্বজুড়ে পরিচিতি লাভ করে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




হোয়াটসঅ্যাপে ড্রাফট ও কাস্টম লিস্ট ফিচার

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের দৈনন্দিন যোগাযোগের একটি অপরিহার্য মাধ্যম। ব্যবহারকারীদের সুবিধার্থে হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত নতুন ফিচার যোগ করে। এবার নতুন দুটি ফিচার যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ—ড্রাফট ফিচার ও কাস্টম লিস্ট ফিচার।

ড্রাফট ফিচার

নতুন ড্রাফট ফিচার ব্যবহারকারীদের অসমাপ্ত বার্তা সংরক্ষণে সহায়তা করবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট মেইক ইউজ অব জানিয়েছে, এই ফিচারের সাহায্যে টাইপ করা অসমাপ্ত মেসেজ স্বয়ংক্রিয়ভাবে ড্রাফট হিসেবে সংরক্ষিত হবে। এটি ই-মেইলের ড্রাফটের মতোই কাজ করবে।

ড্রাফট মেসেজগুলো চ্যাট তালিকায় সবুজ রঙের লেবেলসহ দেখাবে। ফলে সহজেই ব্যবহারকারীরা অসমাপ্ত মেসেজ খুঁজে পেয়ে সম্পূর্ণ করে পাঠাতে পারবেন। এই ফিচার ব্যবহার করে মেসেজ টাইপ করতে কোনো বাড়তি চাপ থাকবে না। ধীরে ধীরে মেসেজ সম্পূর্ণ করা সম্ভব হবে।

কাস্টম লিস্ট ফিচার

কাস্টম লিস্ট ফিচারটি ব্যবহারকারীদের পরিবার, বন্ধু, অফিস সহকর্মীদের গ্রুপ আলাদা আলাদা লিস্টে সংগঠিত করতে সাহায্য করে। এটি চ্যাট পরিচালনা সহজ ও কার্যকর করে তুলবে।

কাস্টম লিস্ট তৈরির ধাপ

১. হোয়াটসঅ্যাপ অ্যাপ চালু করুন।
২. চ্যাট লিস্টে যান এবং উপরে ডান দিকে থাকা ‘যোগ’ চিহ্নে ক্লিক করুন।
৩. একটি পপআপ দেখাবে—‘Organize Your Chat’। সেখানে ক্লিক করুন।
৪. প্রয়োজনীয় ক্যাটাগরি (পরিবার, বন্ধু, অফিস) নির্বাচন করুন।
৫. যে চ্যাটটি লিস্টে যুক্ত করতে চান সেটি ট্যাপ করে ‘Add to List’ নির্বাচন করুন।

কাস্টম লিস্ট পরিচালনার সুবিধা

নাম পরিবর্তন: লিস্টের নামের ওপর চাপ দিয়ে ‘Rename’ বেছে নিন।

লিস্ট ডিলিট: লিস্টের ওপর চেপে ধরে ‘Delete’ অপশন নির্বাচন করুন।

পুনরায় সাজানো: ফিল্টার বার ধরে লিস্টকে নিজের পছন্দ অনুযায়ী ওপর-নিচে স্থানান্তর করুন।

এই ফিচারের উপকারিতা

১. লিস্ট সংগঠিত করা: চ্যাট সুসংগঠিত করতে আলাদা আলাদা গ্রুপ রাখা যাবে।
২. দ্রুত অ্যাক্সেস: প্রয়োজনীয় সময়ে দ্রুত যোগাযোগ করা সহজ হবে।

নতুন এই ফিচারগুলো ব্যবহারকারীদের জন্য চ্যাটিং আরও স্মার্ট ও সহজ করে তুলবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




আইফোন ব্যবহারকারীদের জন্য আইওএস ১৮.১ আপডেট: কল রেকর্ডিংসহ নতুন ফিচার!

অ্যাপল আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন আইওএস ১৮.১ আপডেট নিয়ে এসেছে, যা বিভিন্ন নতুন ফিচার এবং উন্নত পারফরম্যান্সের সুবিধা প্রদান করছে। এই আপডেটটি বিশেষত নিরাপত্তা, পারফরম্যান্স এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছে। তবে সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো, এখন আইফোন ১৬ মডেলে ব্যবহারকারীরা খুব সহজেই কল রেকর্ড করতে পারবেন।

কিভাবে কল রেকর্ডিং ফিচার চালু করবেন?

১. প্রথমে আপনার আইফোনে আইওএস ১৮.১ আপডেট ইনস্টল করতে হবে। এজন্য ফোনের সেটিংসে যান এবং “সফটওয়্যার আপডেট” অপশনটি সিলেক্ট করুন।

২. আপডেট সফলভাবে ইনস্টল হলে, যখনই কোনো কল করবেন বা রিসিভ করবেন, ফোনের বাম পাশে একটি ছোট আইকন দেখতে পাবেন।

৩. আইকনে ক্লিক করার পর, আপনাকে “কন্টিনিউ” বাটনে ট্যাপ করতে হবে। কল শেষ হওয়ার পরে, একটি পপ-আপ উইন্ডো দেখা যাবে যেখানে রেকর্ডিং সংরক্ষিত থাকবে।

৪. রেকর্ড করা কলগুলো ভয়েস নোটস সেকশনে সংরক্ষিত থাকবে, যা আপনি পরে শুনতে পারবেন।

নতুন ফিচার: রিয়েল টাইম ট্রান্সক্রিপশন

যদি আপনার ফোনে অ্যাপল ইন্টেলিজেন্স ফিচারটি সক্রিয় থাকে, তবে আপনি কলের রিয়েল টাইম ট্রান্সক্রিপশনও পেতে পারেন। এটি চালু করতে:

ফোনের সেটিংসে যান।

সার্চ বারে “লাইভ ভয়েস মেইল” লিখে অপশনটি চালু করুন।

কল রেকর্ডিং সুবিধা নেই যেসব দেশে

তবে ‍কিছু দেশে এখনো এই কল রেকর্ডিং সুবিধা পাওয়া যাচ্ছে না। সেই দেশগুলো হলো:

ইউরোপীয় ইউনিয়ন, আজারবাইজান, বাহরাইন, মিশর, ইরান, ইরাক, জর্ডান, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান, কাতার, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম