‘পুষ্পা টু’: মুক্তির এক ঘণ্টায় পাইরেসির কবলে

সুকুমার পরিচালিত আলোচিত তেলেগু সিনেমা ‘পুষ্পা টু’ মুক্তির পর থেকেই চাঞ্চল্য তৈরি করেছে। আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত সিনেমাটি বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিশ্বের সাড়ে ১২ হাজার পর্দায় মুক্তি পেয়েছে। তবে মুক্তির মাত্র এক ঘণ্টা পরেই এটি পাইরেসির কবলে পড়েছে।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, ‘পুষ্পা টু’ সিনেমা ইতিমধ্যেই টরেন্ট প্ল্যাটফর্ম এবং পাইরেসি ওয়েবসাইটে ফাঁস হয়েছে। মুভিরুলস, তামিলরকার্স, ফিল্মিজিলা, তামিলযোগী, তামিলব্লাস্টার, বলি৪ইউ-এর মতো বেশ কয়েকটি ওয়েবসাইটে সিনেমাটি এইচডি কোয়ালিটিতে বিনামূল্যে ডাউনলোডের জন্য পাওয়া যাচ্ছে।

নির্মাতারা আশ্বাস দিয়েছিলেন যে, এই সিক্যুয়েলটি প্রথম সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’-এর চেয়েও বেশি চমকপ্রদ হবে। প্রথম সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি, যেখানে দ্বিতীয়টির বাজেট প্রায় দ্বিগুণ, ৪০০-৫০০ কোটি রুপি।

সিনেমার কেন্দ্রীয় চরিত্র পুষ্পা রাজ হিসেবে আল্লু অর্জুন এবং শ্রীবল্লি চরিত্রে রাশমিকা মান্দানা প্রশংসিত হয়েছেন। সম্প্রতি মুক্তি পাওয়া ট্রেইলারের ২ মিনিট ৪৮ সেকেন্ডের ঝলক দেখেই দর্শকদের মাঝে উত্তেজনা ছড়ায়। এর আগে ‘পুষ্পা’ সিনেমায় এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল। সিক্যুয়েলেও তাকে একই চরিত্রে দেখা যাবে।

চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন, পাইরেসির ধাক্কা সত্ত্বেও ‘পুষ্পা টু’ বক্স অফিসে অসাধারণ সাফল্য পাবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



শাকিব-নুসরাত জুটির নতুন চমক ‘বরবাদ’

দেশসেরা চিত্রনায়ক শাকিব খান তার অভিনীত সুপারহিট সিনেমাগুলোর মাধ্যমে বারবার আলোচনায় এসেছেন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘তুফান’, এবং সর্বশেষ ‘দরদ’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার ইধিকা পাল, আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফি, টলিউডের মিমি চক্রবর্তী এবং বলিউডের সোনাল চৌহান। এবার এই নায়কের পরবর্তী সিনেমা ‘বরবাদ’-এ দেখা যাবে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানকে।

২০১৮ সালে যৌথ প্রযোজনায় নির্মিত ‘নাকাব’ সিনেমায় প্রথমবার শাকিব খান ও নুসরাত জাহান জুটি বাঁধেন। দীর্ঘ পাঁচ বছর পর তারা আবার একসঙ্গে পর্দায় ফিরছেন। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। এছাড়া সিনেমায় রয়েছেন টলিউডের আরেক নায়িকা ইধিকা পাল।

ইতোমধ্যে সিনেমাটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে, আর দ্বিতীয় লটের শুটিং শুরু হবে ডিসেম্বরে। এই সিনেমার একটি বিশেষ আইটেম গানে অংশ নিয়েছেন নুসরাত জাহান। মুম্বাইয়ে গানটির শুটিং সম্পন্ন হয়েছে।

নুসরাত জাহান ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “একটি ভালো গানে পারফর্ম করার অভিজ্ঞতা সবসময় চমৎকার। শাকিব খানের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। আপাতত বিস্তারিত কিছু বলতে চাই না, তবে গানটির জন্য আমি অপেক্ষা করছি।”

অন্যদিকে, শাকিব খান জানিয়েছেন, সুপারহিট ‘তুফান’ সিনেমার দ্বিগুণ বাজেটে নির্মিত হচ্ছে ‘বরবাদ’। এটি আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



দেবের ভক্তদের জন্য সুখবর

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলা চলচ্চিত্রের সুপারস্টার দেব এ বছর দুর্গাপূজায় মুক্তি পাওয়া তার নতুন ছবি ‘টেক্কা’ নিয়ে ভক্তদের সুখবর দিয়েছেন। ছবিটি মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সম্প্রতি, দেব বান্ধবী রুক্মিণী মৈত্রকে সঙ্গে নিয়ে বিদেশ ভ্রমণ শেষ করে দেশে ফিরেছেন।

এদিকে, টালিগঞ্জ ছেড়ে অভিনেতা দেব মুম্বাইতে পাড়ি জমিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন, ‘হ্যালো মুম্বাই।’ ছবিতে দেখা যাচ্ছে, দেব তার টিমের সদস্যদের সঙ্গে রয়েছেন, যা নিশ্চিত করছে যে তিনি নতুন কোনো কাজ শুরু করতে যাচ্ছেন।

দেব নিজেই জানিয়েছে, তিনি মুম্বাইতে একটি বিশেষ ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিং করতে এসেছেন। তবে, প্রশ্ন হলো— কি তিনি শুধু বিজ্ঞাপনের জন্য মুম্বাই গেছেন, নাকি নতুন কোনো চলচ্চিত্রের জন্যও বলিউডে পা রাখছেন?

এখনও পর্যন্ত রুক্মিণী মৈত্র ইতিমধ্যে বলিউডে তার প্রথম কাজ সম্পন্ন করেছেন। তাহলে কি এবার দেবের পালা? দেব নিজে মায়ানগরীতে ছোটবেলায় কাটিয়েছেন এবং সেখানে তার পরিবারকেও কাজ করতে দেখা গেছে। তাই বলিপাড়ায় তার অভিজ্ঞতা নতুন নয়। তবে টলিউডের পাশাপাশি কি দেব বলিউডেও কাজ করবেন, সেটি সময়ই বলবে।

এখন আপাতত বিজ্ঞাপনের শুটিং নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।