বিশ্ব তারকাদের সেরা তালিকায় বাংলাদেশের মেহজাবীন

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছেছেন আন্তর্জাতিক স্তরে। ছোট পর্দায় দীর্ঘ সময়ের সাফল্যের পর বড় পর্দায় আত্মপ্রকাশ করেছেন মেহজাবীন, অভিনয় করেছেন মাকসুদ হোসেনের পরিচালিত ‘সাবা’ চলচ্চিত্রে। তার এই কাজ শুধু দেশে নয়, বিদেশেও ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

সম্প্রতি ‘সাবা’ নিয়ে কানাডার টরেন্টো ও কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করে তিনি দেশের প্রতিনিধিত্ব করেন, যা তার জন্য ছিল এক অসাধারণ অর্জন। উৎসব থেকে ফিরে গণমাধ্যমে তিনি এই অভিজ্ঞতা ভাগ করে বলেন, “আন্তর্জাতিক উৎসবে দেশের প্রতিনিধিত্ব করতে পারা অনেক সম্মানের। এটি আমার জীবনের অন্যতম সেরা প্রাপ্তি।”

এছাড়াও ফেসবুকের সক্রিয় ভক্তসংখ্যার তালিকায় বিশ্বসেরা ২৫ তারকার মধ্যে ২৪তম স্থান দখল করে এক নতুন মাইলফলক অর্জন করেছেন তিনি। এই তালিকায় তার সন্নিকটে রয়েছেন হলিউডের হিউ জ্যাকম্যান, ডোয়াইন জনসন এবং বলিউডের প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকারা। মেহজাবীন বলেন, “এটা অনেক বড় পাওয়া। এই অর্জনের নেপথ্যে আমার ভক্তদের নিঃস্বার্থ ভালোবাসা ও সমর্থন রয়েছে। আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ।”