ইউটিউবের বিভ্রান্তিকর কনটেন্ট মুছতে নতুন পলিসি
ভারতে ইউটিউবের নতুন উদ্যোগে বিভ্রান্তিকর ক্লিকবেট কনটেন্টের দিন শেষ হতে চলেছে। চমকপ্রদ হেডলাইন ও আকর্ষণীয় থাম্বনেইলের মাধ্যমে সাধারণ মানুষকে বোকা বানিয়ে তৈরি করা এই ধরনের ভিডিও আগামী মাস থেকে মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ।
ইউটিউবের কর্মকর্তারা জানিয়েছেন, প্ল্যাটফর্মকে আরও ভরসাযোগ্য করে তুলতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে উঠে এসেছে, অনেক কনটেন্ট ক্রিয়েটর চমকপ্রদ থাম্বনেইল ও শিরোনাম ব্যবহার করে দর্শকদের আকৃষ্ট করলেও, ভিডিওতে এসবের সঙ্গে সম্পর্কিত কোনো তথ্য থাকে না। এতে দর্শক হতাশ হয়ে ফিরে আসেন।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ইউটিউব একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহারকারীদের কাছে উপস্থাপন করতে বদ্ধপরিকর। ভুয়া বা বিভ্রান্তিকর কনটেন্ট রোধ করতে তারা কঠোরভাবে নজরদারি করবে।
বিশেষ করে ব্রেকিং নিউজ বা ট্রেন্ডিং বিষয় নিয়ে তৈরি হওয়া কনটেন্টগুলোয় এই প্রবণতা বেশি দেখা যায়। কেবল ক্লিক বাড়িয়ে আয় করার উদ্দেশ্যে তৈরি করা এসব কনটেন্টের বিরুদ্ধে ইউটিউব শিগগিরই কঠোর পদক্ষেপ নেবে।