‘বিটিভি নিউজ’-এর যাত্রা শুরু করল আজ সন্ধ্যা থেকে
দেশে সংবাদভিত্তিক নতুন টেলিভিশন চ্যানেল ‘বিটিভি নিউজ’-এর সম্প্রচার আজ শুরু করেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা থেকে চ্যানেলটির আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হবর বলে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়।
বাংলাদেশ টেলিভিশন থেকে আলাদা হয়ে সংবাদভিত্তিক পূর্ণাঙ্গ টেলিভিশন চ্যানেল হিসেবে যাত্রা শুরু করছে ‘বিটিভি নিউজ’। বিটিভি তাদের ফেসবুক পোস্টে লোগো প্রকাশ করে জানায়, সংবাদ পরিবেশনায় নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে ‘বিটিভি নিউজ’ তার সম্প্রচার কার্যক্রম শুরু করবে।
বাংলাদেশ টেলিভিশন বাংলাভাষায় বিশ্বের প্রথম টেলিভিশন চ্যানেল। ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর এটি পাইলট প্রকল্প হিসেবে যাত্রা শুরু করলেও ১৯৭২ সালে এটি রাষ্ট্রীয় টিভি চ্যানেলে পরিণত হয়। বর্তমানে বিটিভি দেশের ৯৫ শতাংশ মানুষকে টেরিস্ট্রিয়াল সম্প্রচার সুবিধার মাধ্যমে অনুষ্ঠান উপভোগের সুযোগ করে দিচ্ছে।
‘বিটিভি নিউজ’ শুধুমাত্র সংবাদ পরিবেশনের জন্য বিশেষায়িত একটি চ্যানেল। এই চ্যানেলটির মাধ্যমে বিটিভি দেশের দর্শকদের জন্য নতুনভাবে সংবাদ পরিবেশনার প্রতিশ্রুতি নিয়ে এসেছে। এটি দর্শকদের কাছে নির্ভুল এবং গতিশীল সংবাদ পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করবে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম