বাউফলে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

পটুয়াখালী জেলার বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এনএম জাহাঙ্গির হোসেনকে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে দাশপাড়া ইউনিয়নের ল্যাড়া মুন্সীর ব্রিজের কাছে চেয়ারম্যানের অফিসে হামলার ঘটনা ঘটে। প্রায় ৪০-৫০ জন লোক অফিসে ভাঙচুর চালিয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করে। ঘটনার সময় চেয়ারম্যান এনএম জাহাঙ্গির হোসেন তার বাসভবনে অবস্থান করছিলেন। তিনি পুলিশকে সহায়তা চাইলে, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও হামলাকারীদের গ্রেপ্তার না করে উল্টো চেয়ারম্যান জাহাঙ্গির হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

চেয়ারম্যানের স্ত্রী অভিযোগ করেছেন, হামলাকারীরা প্রথমে অফিসের সিসি ক্যামেরা ভেঙে ফেলে। তারা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ৪৫ বস্তা চাল এবং জরুরি কাগজপত্র নিয়ে যায়। এরপর অফিসের আসবাবপত্র বাইরে এনে পুড়িয়ে ফেলে। এ সময় একটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়।

তিনি আরও জানান, সেনাবাহিনীর সদস্যসহ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলে যায়। পরবর্তীতে হামলাকারীরা ফের এসে তাণ্ডব চালায়।

বাউফল থানার এসআই হাফিজুর রহমান জানিয়েছেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খলিলুর রহমানের দায়ের করা মামলায় চেয়ারম্যান জাহাঙ্গির হোসেনকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

অন্যদিকে, বুধবার দিবাগত রাত দেড়টায় বাউফল উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তোয়েল মোল্লাকেও (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তাকেও একই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম