হোয়াটসঅ্যাপে নতুন ফিচার: গ্রুপে অনলাইনে থাকা সদস্যদের সংখ্যা দেখা যাবে

সারাক্ষণ পরিবার-বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাট করার সময় অনেকেই ভাবেন, গ্রুপে কারা অনলাইনে রয়েছেন। তবে এতদিন সেই সুযোগ ছিল না। এবার হোয়াটসঅ্যাপ এমন একটি নতুন ফিচার পরীক্ষা করছে যা গ্রুপে থাকা অনলাইন সদস্যদের সংখ্যা দেখাবে। বিশেষত গ্রুপ অ্যাডমিনসহ সকল সদস্যের জন্য এটি একটি কার্যকরী আপডেট হতে যাচ্ছে।

নতুন এই ফিচারের মাধ্যমে গ্রুপ চ্যাটের টপ অ্যাপ বারে সহজেই জানা যাবে কতজন সদস্য অনলাইনে রয়েছেন। হোয়াটসঅ্যাপের বিটা ইনফো জানিয়েছে যে, বিটা টেস্টারদের মাধ্যমে ইতোমধ্যে এই ফিচার পরীক্ষা করা হচ্ছে।

কীভাবে কাজ করবে নতুন ফিচার?

বর্তমানে গ্রুপ চ্যাটের শীর্ষে সদস্যদের নাম ও কার্যকলাপ সংক্ষেপে দেখানো হয়। নতুন আপডেটে সেটিকে বদলে অনলাইনে থাকা সদস্যদের সংখ্যা দেখানো হবে। ব্যবহারকারীরা সহজেই জানতে পারবেন কে বা কারা গ্রুপে অনলাইনে রয়েছেন।

প্রাইভেসির গুরুত্ব:
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, যেসব ব্যবহারকারী তাদের প্রাইভেসি সেটিংসে অনলাইন স্ট্যাটাস বন্ধ রাখবেন, তাদের অনলাইনে থাকাও গ্রুপ সদস্যদের মোট অনলাইন সংখ্যার মধ্যে গণনা করা হবে না। এতে ব্যবহারকারীদের গোপনীয়তা সুরক্ষিত থাকবে।

বিশেষজ্ঞদের মতে, নতুন এই আপডেটের মাধ্যমে ব্যবহারকারীদের প্রাইভেসি এবং তথ্য প্রদানের মধ্যে ভারসাম্য বজায় থাকবে। গ্রুপের সদস্য সংখ্যা ও অনলাইন কার্যকলাপ সম্পর্কে ধারণা পাওয়ার পাশাপাশি ব্যক্তিগত পছন্দ-অপছন্দকেও গুরুত্ব দিচ্ছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার এই ফিচার আপডেট গ্রুপ চ্যাটে আরও স্বচ্ছতা এবং সহজ যোগাযোগের সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম