নাম্বার সেভ ছাড়াই হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর সহজ উপায়
বর্তমানে যোগাযোগের জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। তবে অনেক সময় কোনো নাম্বার সেভ না করেও মেসেজ পাঠানোর প্রয়োজন হতে পারে। এ সমস্যার সহজ সমাধান নিয়ে হাজির হোয়াটসঅ্যাপ। এখানে উল্লেখ করা হলো নাম্বার সেভ না করেই মেসেজ পাঠানোর ৫টি কার্যকর পদ্ধতি:
১. হোয়াটসঅ্যাপের বিল্ট-ইন ফিচার ব্যবহার করুন
প্রথমে যাকে মেসেজ পাঠাবেন তার নম্বর কপি করুন। এরপর হোয়াটসঅ্যাপ খুলে New Chat অপশনে যান। কপি করা নাম্বার পেস্ট করে সেখান থেকে চ্যাট শুরু করুন।
২. হোয়াটসঅ্যাপ লিংক ব্যবহার করুন
নাম্বার সেভ না করে https://api.whatsapp.com/send?phone=xxxxxxxxxx লিংকটি ব্রাউজারে লিখুন। এখানে xxxxxxxxxx এর স্থানে দেশের কোডসহ (যেমন, +৮৮ বাংলাদেশ) ফোন নম্বর যোগ করুন। এরপর Continue to Chat ক্লিক করুন। এটি স্বয়ংক্রিয়ভাবে চ্যাট শুরু করবে।
৩. ট্রুকলার অ্যাপের সাহায্যে
ট্রুকলার অ্যাপ ওপেন করে প্রয়োজনীয় নম্বরটি সার্চ করুন। স্ক্রল করে হোয়াটসঅ্যাপ বাটনে ট্যাপ করলে সরাসরি চ্যাট উইন্ডোতে চলে যাবে।
৪. গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করুন
গুগল অ্যাসিস্ট্যান্ট চালু করে বলুন, “Send a WhatsApp Message to [নম্বর]।” এরপর আপনার মেসেজটি বলুন। গুগল অ্যাসিস্ট্যান্ট সেটি মেসেজ হিসেবে পাঠিয়ে দেবে।
৫. সিরি শর্টকাট (আইফোন ব্যবহারকারীদের জন্য)
আইফোনে Siri Shortcut অ্যাপ চালু করে Allow Untrusted Shortcut অপশন চালু করুন। WhatsApp to Non-Contact শর্টকাট ডাউনলোড করুন। এরপর ফোন নম্বর এন্টার করে চ্যাট শুরু করুন।
এই পদ্ধতিগুলো ব্যবহার করে সহজেই নাম্বার সেভ না করেও যেকোনো হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম