ছাদখোলা বাসে নারী ফুটবল দলের বিজয় প্যারেড শুরু

চন্দ্রদ্বীপ ডেস্ক :: সাফ চ্যাম্পিয়নশিপে বিজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল ছাদখোলা বাসে চড়ে বাফুফের উদ্দেশ্যে রওনা দিয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করার পর ঢাকার রাস্তায় হাজারো সমর্থক তাদের বরণ করে নিতে হাজির হন।

আজ দুপুর ২টা ১৫ মিনিটে চ্যাম্পিয়নরা ঢাকায় পা রাখেন। সংবাদকর্মীদের সামনে কথা বলেন কোচ পিটার বাটলার ও অধিনায়ক সাবিনা খাতুন। এরপর ফুটবলাররা বাসে উঠে বাফুফের দিকে যাত্রা করেন।

এই বাসটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে চলে যাবে, এরপর এফডিসির সামনে এসে সাতরাস্তায় নামবে। এরপর মগবাজার ফ্লাইওভারে উঠবে এবং কাকরাইল, পল্টন, নটরডেম কলেজ ও শাপলা চত্বর হয়ে শেষে বাফুফে ভবনে পৌঁছাবে।

বাফুফে ভবনে আনুষ্ঠানিকতা হবে, যেখানে আরও সমর্থক উপস্থিত থাকবেন। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাদের বরণ করে নেবেন।

বাংলাদেশ নারী ফুটবল দল টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে, গত বুধবার কাঠমান্ডুতে নেপালকে ২-১ গোলে হারিয়ে এই সাফল্য অর্জন করে।

 




ভুটানকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলাদেশ নারী ফুটবল দল বড় জয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে। সেমিফাইনালে ভুটানকে গোলবন্যায় ভাসিয়ে বাংলার মেয়েরা ৭-১ গোলে জয় লাভ করেছে। এই ম্যাচে তহুরার হ্যাটট্রিক বাংলাদেশের জয়কে নিশ্চিত করেছে।

রোববার (২৭ অক্টোবর) নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশ। মাত্র ৭ মিনিটের মধ্যে প্রথম গোল করেন ঋতুপর্ণা চাকমা, যিনি ডি বক্সের বাইরে থেকে জোড়ালো শটে বল জালে জড়ান।

বাংলাদেশ গোলের পরও আক্রমণ অব্যাহত রাখে। ম্যাচের ১৫ মিনিটে তহুরা চমৎকার ড্রিবলিংয়ের পর একটি অসাধারণ শটে বল জালে জড়ান। এরপর অধিনায়ক সাবিনা ম্যাচের ২৬ মিনিটে গোল করেন, ডান দিক থেকে বাড়ানো বলে পা ছুঁয়ে বল জালে প্রবেশ করান।

তহুরা ৩৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন এবং সাবিনা ৩৭ মিনিটে আরও একটি গোল করে বাংলাদেশকে ৫-১ এগিয়ে নিয়ে যায়। বিরতির পর ভুটান একটি গোল শোধ করে, কিন্তু বাংলাদেশ ৫-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতি নেয়।

বিরতি পর তহুরা ৫৮ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন। পরে ৭২ মিনিটে সানজিদার কর্নার কিক থেকে মাসুরা পারভীন হেড করে গোল করেন। শেষ পর্যন্ত ৭-১ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে বাংলাদেশ ফাইনালে পৌঁছায়।