রুনা লায়লার জন্মদিনে ভক্তদের জন্য নতুন উপহার: ইউটিউব চ্যানেল চালু

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা, যিনি সুদীর্ঘ ৬০ বছরের সংগীতজীবনে অগণিত শ্রোতার হৃদয়ে স্থান করে নিয়েছেন, গতকাল (১৭ নভেম্বর) তার জন্মদিন উদযাপন করলেন। এই বিশেষ দিনে বরেণ্য এই শিল্পী ভক্তদের জন্য একটি চমকপ্রদ উপহার ঘোষণা করেছেন। জন্মদিন উপলক্ষে তিনি জানালেন, ভক্তদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত থাকার জন্য তিনি একটি ইউটিউব চ্যানেল খুলেছেন। এখন থেকে এই চ্যানেলে নিয়মিত তাকে পাওয়া যাবে। শোনা যাবে তার সংগীতজীবনের নানা অভিজ্ঞতা, গানের গল্প এবং আরও অনেক কিছু।

জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক ভিডিওবার্তায় রুনা লায়লা বলেন, “প্রতিবছর আমার জন্মদিনে সবাই আমাকে অনেক শুভেচ্ছা, উপহার এবং ভালোবাসা দিয়ে ভরিয়ে দেন। আপনাদের দোয়া-আশীর্বাদ সবসময় আমার সঙ্গে থাকে। তাই ভাবলাম, এবারের জন্মদিনে আপনাদের জন্য আমি একটি উপহার দেব।”

রুনা লায়লা তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে সংগীতজীবনের বিভিন্ন স্মৃতি, অভিজ্ঞতা এবং ভবিষ্যতের পরিকল্পনা ভক্তদের সঙ্গে ভাগাভাগি করবেন। সেই সঙ্গে তার গাওয়া বিভিন্ন গানও এই চ্যানেলে প্রকাশিত হবে। তিনি ভক্তদের তার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করার অনুরোধ করেছেন।

রুনা লায়লা আরও বলেন, “আমার সংগীতজীবনের ৬০ বছরে যা কিছু করেছি এবং ভবিষ্যতে যা করতে চাই, সেসব কথা এই চ্যানেলের মাধ্যমে সবার সঙ্গে ভাগাভাগি করতে চাই। নতুন এই যাত্রায় আমি সবার ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি। বরাবরের মতো আপনাদের ভালোবাসা আমার পাশে থাকুক।”

প্রসঙ্গত, রুনা লায়লা তার ক্যারিয়ারের শুরু করেছিলেন মাত্র ১২ বছর বয়সে। ১৯৬৫ সালে উর্দু ভাষার ‘জুগনু’ সিনেমায় ‘গুড়িয়া সি মুন্নি মেরি’ গানটি দিয়ে তার সংগীতজীবনের যাত্রা শুরু হয়। এরপর পাকিস্তান রেডিওর ট্রান্সক্রিপশন সার্ভিসে তার গাওয়া প্রথম বাংলা গান ছিল দেবু ভট্টাচার্যের সুরে ‘নোটন নোটন পায়রাগুলো’ এবং ‘আমি নদীর মতো পথ ঘুরে’। সেই থেকে তিনি এগিয়ে গেছেন অনবরত, হয়ে উঠেছেন উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ সংগীতশিল্পী।

রেডিও, টেলিভিশন, মঞ্চ কিংবা সিনেমা—প্রতিটি মাধ্যমেই তিনি তার প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। ফেসবুকে সরব উপস্থিতি এবং শিগগিরই টিকটকেও সক্রিয় হওয়ার ইঙ্গিত দিয়েছেন এই কিংবদন্তি শিল্পী।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



অ্যান্ড্রয়েডে গুগল অ্যাকাউন্টের নাম পরিবর্তন

চন্দ্রদ্বীপ ডেস্ক :: গুগল অ্যাকাউন্ট তৈরি করার পর, আপনার নাম স্বয়ংক্রিয়ভাবে গুগল এর সকল সেবায় সংরক্ষিত হয়, যেমন: জিমেইল, ইউটিউব, গুগল ড্রাইভ, গুগল ফটোস ইত্যাদি। কিন্তু প্রয়োজনবোধে এই নাম পরিবর্তনের প্রয়োজন হতে পারে। অনেক সময় এটি জটিল মনে হলে, ব্যবহারকারীরা নতুন অ্যাকাউন্ট খুলতে চান, কিন্তু কিছু সহজ পদক্ষেপ অনুসরণ করলে নতুন অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে না।

নাম পরিবর্তনের জন্য প্রথমে গুগল অ্যাকাউন্টে লগ ইন করুন। এরপর “ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট” অপশনে ক্লিক করুন। সেখানে উপরে থাকা “পারসোনাল ইনফো” ট্যাবে যান। এর অধীনে “বেসিক ইনফো” বিভাগে “নেম” অপশনটি দেখতে পাবেন। সেখানে ক্লিক করে “এডিট” অপশন থেকে আপনার নাম পরিবর্তন করুন। এই প্রক্রিয়ায় আপনার পাসওয়ার্ড চাইতে পারে, তাই তা প্রস্তুত রাখুন। সবশেষে, পরিবর্তন নিশ্চিত করতে “ডান” বোতামে ক্লিক করুন।

এভাবে সহজেই আপনি আপনার গুগল অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে পারবেন।